বাসর ঘরে ঢুকে একটু অবাক হলাম। নিতিকা মোবাইল নিয়ে কি যেন করছে। নিশ্চয়ই ফেসবুকে ঢুকেছে। ভাবলাম বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু একি অবস্থা নিতিকার, দেখে মনে হয় মোবাইল এর ভিতরে নিতিকার জীবন, আমি যে একটা প্রাণী ঘরে আছি কি নেই তাতে নিতিকার কোন ভাবান্তর নেই।
মন খারাপ করে বিছানার এক পাসে বসে আছি চুপচাপ, প্রায় এক ঘণ্টা হয়ে গেল নিতিকা মোবাইল টিপেই যাচ্ছে। হটাত নিতিকা বলল, “এইযে শুনছো ? আজকে কিন্তু পূর্ণিমা, রাত একটা এগারো মিনিট থকে প্রায় তিন টা পর্যন্ত সম্পূর্ণ পূর্ণিমা থাকবে। চল না ছাদে যাই, আজকে চন্দ্র-বিলাস হবে।” আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়েই সে ফুড়ুৎ করে উঠে গেল দরজার দিকে।
নিতিকা আমার হাত ধরে আছে।চাঁদের মিষ্টি আলোতে নিতিকাকে আরও বেশি সুন্দর লাগছে ,আমি নিতিকার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। যত সময় যাচ্ছে আমি ততই মুগ্ধ হচ্ছি। নিতিকা আপন মনে কথা বলেই যাচ্ছে। “জানতো আমার অনেক দিনের ইচ্ছা পূর্ণিমার রাতে আকাশে তারা খোসে পরবে। একটা ইচ্ছা আছে। সেটা পূরণ হবে, আর অবশ্যই আমার পাসে থাকবে আমার ভালোবাসার মানুষ। আজকে সব কিছুই আমার আছে। ঈশ আজকে যেন একটা তারা পরে। বলতে বলতেই একটা তারা খোসে পড়লো, নিতিকা চোখ বন্ধ করে ফেললো।
নিতিকাকে আমি ওর ইচ্ছার কথা জিজ্ঞাসা করলাম না। জগতে কিছু কিছু ঘটনা না জানাটাই বরং বেশি আনন্দের। রহস্য চলুক রহস্যের মত জীবন চলুক জীবনের মত। তারপরেও আমার কাছে কেন যেন মনে হোল ওর মনের কথাটা আমি জানি।
কে বলবে এই মেয়ের সাথে আমার আজকেই প্রথম দেখা, অথচ মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার হাজার বছরের পরিচয়। কত চেনা, যেন হাজার বছর ধরে একজন আরেকজনকে চিনি।
“আর কতক্ষণ দারিয়ে থাকবে? আমার তো পা ব্যথা করছে!” নিতিকাকে বললাম। নিতিকা বলল চুপ থাকো না একটু, কথা বললে জোনাকি পোকাগুলি পালাবে। দেখলাম সত্যি তো ! জোনাকি কথা থেকে আসলো ? আমাদের চারপাশে অনেক জোনাকি, হয়তো লুকিয়ে লুকিয়ে আমাদের ভালোবাসা দেখছে।
আমি একটু বিরক্ত হলাম, আর কতক্ষণ এভাবে দাড়িয়ে থাকবো ? আমার মনের কথা বুঝতে পেরেই হয়তো, আকাশ অন্ধকার হয়ে গেল , কিছু বুঝে উঠার আগেই বৃষ্টি পরতে লাগলো। নিতিকা বলল “চলনা বৃষ্টিতে ভিজি,” আমি বললাম ভিজলে তো তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তাছাড়া আজকের দিনে কি ভেজা ঠিক হবে?
আমরা ঘরে চলে এলাম , বৃষ্টিতে না হয় অন্যদিন ভিজা যাবে, জোনাকি অন্যদিন দেখা যাবে, কিন্তু আজকের দিন তো আর ফিরে পাওয়া যাবে না। নিতিকা রুমে আসার পরেই লজ্জায় একদম লাল হয়ে গেছে, আমি মনে মনে খুশিই হলাম, কারণ রাত যে এখনো অনেক বাকি...
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৫৪