আজকে আমি আপনাদের বলার চেষ্টা করবো, কিভাবে মোবাইল কোম্পানি আমাদের ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। আজকে আমি আপনাদের বলবো কল রেইট সম্পর্কিত কিছু অসংগতি। তুলে ধরবো কিছু নিয়মের বাইরের কিছু ঘটনা। যার কারণে গ্রাহক এর কাছে থেকে কেটে নিচ্ছে কোটি কোটি টাকা।
এখন সব মোবাইল অপারেটর তাঁদের সব রকমের কল রেট উপর ১০ সেকেন্ড পালস এর সুবিধা চালু করেছে। যদিও সবাই অনেক খুশি এই কল রেট উপর ১০ সেকেন্ড পালস এর জন্য। কিন্তু এই ১০ সেকেন্ড পালস এর ভিতরে আছে গলদ।
যেমন ধরেন ৬০ পয়সা কল রেট যদি থাকে, তাহলে ১৫% ভ্যাট সহ আপনার কাটার কথা ৬০*১৫/১০০=৯ পয়সা। তাহলে ভ্যাট সহ কল রেট হয় ৬৯ পয়সা।
১ মিনিট কথা বললে খুব সুন্দর করে আপনার ৬৯ পয়সা কাটা হবে।
কিন্তু আপনি যদি ১০ সেকেন্ড কথা বলেন তখন কি হবে। তা আপনাকে বলছি।
যেহেতু ১ মিনিট=৬০সেকেন্ড এবং এর রেট ৬৯ পয়সা। সুতরাং ১০ সেকেন্ড এর জন্য কল রেট হবে ৬৯/৬=১১.৫ পয়সা।
কিন্তু মোবাইল কোম্পানি আপনার থেকে কেটে নিবে ১২ পয়সা।
আপনি যদি এভাবে ১০ সেকেন্ড করে কথা বলতে থাকেন তাহলে আপনার প্রতি মিনিট এ খরচ হয় ১২*৬=৭২ পয়সা।
আপনার থেকে বেশি কাটল ৬৯-৭২=৩ পয়সা।
আবার ২০ সেকেন্ড এর জন্য আপনার থেকে ঠিক টাকা কাটা হবে। ১১.৫*২= ২৩পয়সা।
কিন্তু ৩০ সেকেন্ড এর জন্য আপনার থেকে বেশি টাকা কাটা হবে ৩৫ পয়সা। কিন্তু কল রেট হয়, ১১.৫*৩=৩৪.৫ পয়সা। .৫ পয়সা বেশি। মিনিট হিসেব করলে ১.৫ পয়সা বেশি।
ঠিক তেমনি ৪০ সেকেন্ড এর জন্য ঠিক আছে ১১.৫*৪=৪৬পয়সা।
৫০ সেকেন্ড এর জন্য ঠিক নেই। ১১.৫*৫=৫৭.৫ পয়সা কাটার কথা। কিন্তু কাটে ৫৮ পয়সা।
দেখা যাচ্ছে বিজোড় অনুপাতে .৫ পয়সা করে বেশি কাটে।
আবার দেখুন ২৫ পয়সা মিনিট এর জন্য ভ্যাট হবে ২৫*১৫/১০০=৩.৭৫ পয়সা
ভ্যাট সহ কল রেট হবে ২৫+৩.৭৫=২৮.৭৫ পয়সা।
১০ সেকেন্ড এর জন্য আপনার কল রেট হবে ২৮.৭৫/৬=৪.৭৯ পয়সা
কিন্তু আপনার থেকে কেটে নিবে ৫ পয়সা। এই হিশেবে কল রেট হয় ৫*৬=৩০ পয়সা
আপনার থেকে বেশি কেটে নিচ্ছে ৩০-২৮.৭৫=১.২৫ পয়সা বেশি
২০ সেকেন্ড এ কাটবে ১০ পয়সা। কাটার কথা হল ৪.৭৯*২=৯.৫৮ পয়সা।
আপনি যদি এক মিনিট কথা বলেন তাহলে আপনার থেকে কেটে নিবে ২৯ পয়সা। বেশি কাটবে .২৫ পয়সা।
জিপি যখন বিজ্ঞাপন দেখায় তখন বলে “সুপার এফএনএফ এ প্রতি ১০ সেকেন্ড কথা বলুন ৫ পয়সা”
তাহলে ভ্যাট দাড়ায় ৫*১৫/১০০=.৭৫ পয়সা। ভ্যাট সহ ৫.৭৫ পয়সা কিন্তু জিপি কেটে নিবে ৬ পয়সা। এবং এক মিনিট এর জন্য কাটার কথা ৩০*১৫/১০০=৪.৫
৩০+৪.৫=৩৪.৫ পয়সা। কিন্তু কাটে ৩৫ পয়সা।
৬০ পয়সা কল রেট এখন অনেক সিম এ আছে আপনারা দেখতে পারেন। আর ২৫ পয়সা সব সিম এ আছে। সুপার এফএনএফ এ ২৫ পয়সা জিপি বাদে।
আমি শুধু ৩ টা উদাহরন দিলাম মাত্র। প্রতিটা কল এ এই রকম প্রব্লেম আছে।
আপনি আপনারটা বের করবেন এবং দেখবেন মিনিমাম .৫ পয়সা বেশি কাটা হইতেছে ১০ সেকেন্ড এর জন্য। যেকোন প্রকার কল রেট এর উপর। বের করার নিয়ম আপনার কল এর উপর ১৫% ভ্যাট যোগ করে ৬ দিয়ে ভাগ করবেন।
এখন আসি কেন এমন হচ্ছে। মূলত যদি বেশি না কাটে তবে মোবাইল কোম্পানির লস হয়।
১১.৫ এর জায়গায় ১২ পয়সা কাটে।
একদিন যদি ৩ কোটি গ্রাহক থেকে .৫ পয়সা বেশি কাটে , তাহলে মোট দাড়ায়
৩০০০০০০০*.০৫=১৫০০০০০ টাকা ।
১৫০০০০০*৩০=৪৫০০০০০০ কোটি টাকা।
দেখা যাচ্ছে দিনে প্রায় ১৫ লক্ষ টাকা কি সোজা উপায়ে নিয়ে যাচ্ছে। আর মাসে প্রায় ৪.৫ কোটি বিদেশি কোম্পানি এভাবে আমাদের কাছে থেকে এত টাকা নিয়ে যাচ্ছে।
মোবাইল কোম্পানির উচিত আকাউন্ট এর সাথে আরও একটা দশমিক যুক্ত করা ।মোবাইল কোম্পানি যদি এমনটি করে তবে আর এইরকম প্রবলেম হবে না। গ্রাহকরা প্রতারিত হবে না। আমরা অন্যায় কে মাথা পেতে নিব না।অন্যায় কে প্রশ্রয় দিলে বড় হয়। সময় এসেছে জেগে উঠার।