মানুষের জীবনে কত চাওয়া পাওয়া থাকে। তার কতগুলি আশা পূরণ হয় আবার হয় না।
কেউ যদি কোন কিছু পায় তাতে করে কিন্তু সে তার আল্লাহ্ কে বলে না আল্লাহ্ তুমি আমাকে দিয়েছ। তোমাকে লাখ লাখ শুকরিয়া! কিন্তু সে যদি কোন কিছু হারায় তাতে সম্পূর্ণ দোষ আল্লাহের হয়। অর্থাৎ "প্রতিটা হাসিতে যদি তুমি আল্লাহ্ কে স্মরণ না কর, তবে প্রতিটা দুঃখে কেন তুমি আল্লাহ্ কে দোষী করবে?"
আমি আসলে এই কথা এই জন্য বলতেছি যে, আমরা যারা নাস্তিক তাদের জন্য, আপনার এবং আমার জানা মতে যত নাস্তিক আপনি পাবেন তাদের সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি নাস্তিক কেন?? তাতে বেশির ভাগ কোন ব্যক্তি বা কেউ ধর্মীয় কারণ বলবে না। তারা বলবে আমি এস এস সি পরীক্ষায় এ+ পাই নি। বা আমি এইচ এস সি পরীক্ষায় আশানুরূপ ফল পাই নি। আমি ভাল কোন বিদ্যালয়ে বা বিশ্ব বিদ্যালয়ে চান্স পাই নি। ইত্যাদি ইত্যাদি।। তারা তাদের জীবন সংগ্রামের কোন ব্যাপারে বার্থ।
আমার স্কুল ফ্রেন্ড গুলি সবচেয়ে বড় প্রমাণ।আমার স্কুল লাইফ এ যত বন্ধু ছিল তারা প্রায় সবাই যারা এ+ পায় নি, নাস্তিক হয়ে গেছে।
তাদের অবস্থা এমন যে টুপী পাঞ্জাবি পরা কোন ব্যক্তি দেখলেই পালায়। অর্থাৎ তবলিগ জামাত দেখলেই তাদের আর এলাকায় খুঁজে পাবেন না।
কিন্তু তারা সম্পূর্ণ নির্বোধের মত নাস্তিকতা অবলম্বন করে। তাদের নাস্তিকতার কোন যুক্তি নাই। তারা শুধু নামাজ পরে না, আর কোন কাজে আল্লাহের ভরসা রাখে না।
কিন্তু তাদের ভিতর একটা বৈশিষ্ট্য আছে,তারা কখনও কোন ধর্মকে অবমাননা করে না, ধর্মকে কে নিয়া খারাপ উক্তি করে না, তারা তাদের নাস্তিকতা প্রকাশ করে না। নাস্তিকতা হল নিজের ব্যক্তিগত ব্যাপার । এটা প্রকাশের কোন ব্যাপার না।
কিন্তু কিছু উগ্র নাস্তিক আছে যারা ধর্মকে নানা ভাবে উপহাস করে। তাদের যুক্তি ধর্মের নামে কটূক্তি করা, কিভাবে ধর্মের ভুল ধরা যায়। ঘুরে ফিরে দেখবেন বেশীরভাগ নাস্তিক ইসলাম ধর্মের শিরশ্ছেদ করছে।
তারা নাস্তিকতা কে মনে করে ফ্যাশন। আমরা তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলেই বুঝতে পারব। কিন্তু আমার কথা হল কোন ধর্ম সম্পর্কে আপনার ভুল ধারনা থাকতেই পারে, তার মানে এই না যে আপনাকে ধর্ম নিয়া খারাপ মন্তব্য করতে হবে। আপনি আপনার মত করে সুন্দর যুক্তি দেখান। আর একজন ব্যক্তি তখন আপনার কথা বুঝতে পারবে। অযুক্তিপূর্ণ কথা ধারা কার কোন লাভ আছে বলে মনে হয় না।
আর নাস্তিকতা প্রকাশ পেলে, আর কিছু না পাওয়া যাক, মানুষের অভিশাপ পাওয়া যায়।
নাস্তিকদের ধর্মের নাম শোনা যায় মানব ধর্ম। আমাদের সমাজে মানবতা একটা অভিশাপ। আমাদের এই মনবতা কথা মানায় না। মানবতার আড়ালে দেশে যা হয় তা মানবতা শব্দকেই নষ্ট করে ফেলেছে। মানবতা আজ স্বার্থের কাছে পরাজিত।
পরিশেষে বলতে চাই
"নাস্তিকতা মানে হারানোর বেদনা"