ভালোবাসা সে,
পাহাড়ি খাদে আটকে পড়া অসহায় দানবের কাকুতি।
উদার বায়ুর চঞ্চল গতির নিঃস্বাড় অভিযান।
অমাবস্যার গুমোট আকাশের জড় আস্ফালন।
নীলগিরীতে ভেসে বেড়ানো অসহায় খণ্ড মেঘ।
ভালোবাসা সে,
কামনার এক বিকৃত পথ চলার টাল সামলানো।
বাহুডোরের ক্ষয়িত ঘামের মজ্জা কুড়ানো।
দমকা বাতাসে শুকনো হাসের বিষ্ঠা উড়ে যাওয়া।
পোঁয়াতে মেয়ের অকারণ কষ্ট বয়ে বেড়ানো।
ভালোবাসা সে,
মিথ্যে, জঞ্জাল, রসনার তীব্র স্বাদ।
মাদি কুকুরের ক্লান্ত জ্বিবের বিষাক্ত লালা।
শালিক পাখির ঠোঁটের অগ্রভাগে পঁচন ধরা।
দলিত হৃদয়ের ভাপসা দুর্গন্ধ।
ভালোবাসা সে,
অলীক স্বপ্নে আচ্ছাদিত ডুমুরের স্তুপ।
কোটরের অসাড় বারিধারা।
ক্ষণিকের অকারণ নাড়িস্পন্দন।
লাইলি মজনুর পুরানিকের শন শন গতি।
ভালোবাসা সে,
উদার অধরে প্রতারণার বিস্তৃত জাল।
নিষ্পাপ চাঁদে বসিয়েছে কলঙ্ক।
বৃষ্টির সারল্যে গতরের কীট তাড়ায়।
তবুও কেন যে মিথ্যে অহমিকায় তৃপ্তির ঢেকুর তুলতে এতো আয়োজন!!
মন সময়ের ভিন্নতায় পরিবর্তিত হবেই। বাস্তবতার নিরিখে অনুভুতির স্ফুরণ কখনই বিবেচিত হয়না। পার্থিব স্বপ্নের ঘোরে অনেক কিছুকেই শঠ আর পরম আপন মনে হলেও তার উল্টোটাও হতে পারে। দ্বিধায় ভুগলেও অধিকাংশ সময়ই উপরের লাইনগুলো কেন জানি সত্যি মনে হয়। তাড়াহুড়ো করে লেখার কারণে ভুলগুলো মার্জনীয়।