আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় বীর কে বলুন তো দেখি???? আমি এক বাক্যে গাজি মো: ইলি্যাস এর নাম বলবো। কে এই ব্যক্তি চিনতে পারছেন না??? আরে ভাই একটু আগেই ভরা মজলিশ এ শাহরুক খান এর মুখের উপর ঝাঝা জবাব দিয়ে যিনি দেশের মান রাখলেন।





এই আত্নমর্যাদাবান ব্যক্তি বাদে বাকি সবাইকে দেখে স্পষ্ট বুঝা জাচ্ছিলো যে তারা এই দিন তাকে সামনে রেখে বাসায় ব্যপক হিন্দি চর্চা করে এসেছিলেন।
আরো অবাক হলাম আলিফ লায়লা নামক মেয়েটি (যে কিনা নিজেকে শেখ হাসিনার নাতি দাবি করলো) ও তার হবু বরের ছাবলামো দেখে। দেখে ঘূনায় শরীর শিউরে উঠেছিলো। তবে এটা দিনের আলোর মতোই স্পষ্ট যে এই দুজনকে নিয়ে যে এই নাটকতা করা হবে তা আগেই ঠিক করা ছিলো। শাহরুক যেভাবে বারবার হাসিনাকে ধন্যবাদ দিচ্ছিলো এবং দর্শক সারিতে শেখ তাপস এর উপস্থিতি তাই প্রমান করে।
আমার এই লেখার উদ্দেশ্য কিন্তু কোন ভাবেই শাহরুককে ছোট করা নয়। ব্যক্তিগতভাবে আমি তার একজন বড় ভক্ত। কিন্তু আজ তাকে যেভাবে পুজা করা হলো তা মোটেও ভালো লাগেনি। তার আগমন এর শুরুতে যখন উপস্থাপক দেবাশিশ বললো মানুষের ৭টা রিলিসম আছে, আর ৮মটি হলো শাহরুকরিসম, তখন বিষ্ময়ে হতবাক হয়ে গেছিলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:০৩