আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় বীর কে বলুন তো দেখি???? আমি এক বাক্যে গাজি মো: ইলি্যাস এর নাম বলবো। কে এই ব্যক্তি চিনতে পারছেন না??? আরে ভাই একটু আগেই ভরা মজলিশ এ শাহরুক খান এর মুখের উপর ঝাঝা জবাব দিয়ে যিনি দেশের মান রাখলেন। সবাই যখন স্টেজে এ উঠে শাহরুকের কাছে নিজেদেরকে হিন্দি ভাষার একনিস্ঠ ভক্ত ও চর্চাকারি প্রতিপন্ন করার জন্য নির্লজ্জ হয়ে উঠেছিলেন তখন তার সোজাসাপ্তা জবাব শুনে গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। তিনি স্পষ্ট শাহরুকের মুখের উপর বলে দিয়েছেন I know only bangla and english.I dont know hindi n i also dont like it. u can talk to me in bangla or english but no hindi. সত্যই তো বলেছেন। শাহরুক এসেছে বলে কি আমরা সবাই হিন্দি ভাষার কোচিং করা শুরু করে দিবো নাকি??? তুমি বাংলা পারোনা ভালো কথা ইংলিশ তো পারো। আমার সাথে সেটাতে কথা বলো। তা না আমাকে পচানো শুরু করে দিলে আমি হিন্দি পারিনা দেখে। আরো খারাপ লেগেছে আয়োজকদের হিনমন্যতা দেখে। তারা সোজা তাকে স্টেজ থেকে নামিয়ে দিলো। আমার তো মনে হয় স্বপন চৌধুরির যে সুনাম তাতে এই নির্ভিক গাজি মো: ইলি্যাস কে স্টেজ থেকে নামি্যে তার পর কিছু উত্যম মধ্যম ও দেয়া হয়ে থাকতে পারে। আমি আরো নিশ্চিত এর পরে যখন টিভিতে এই অনুষ্ঠানটু পু:নপ্রচার করা হবে তখন এই অংশটুকু সযত্নে বাদ দেয়া হবে।
এই আত্নমর্যাদাবান ব্যক্তি বাদে বাকি সবাইকে দেখে স্পষ্ট বুঝা জাচ্ছিলো যে তারা এই দিন তাকে সামনে রেখে বাসায় ব্যপক হিন্দি চর্চা করে এসেছিলেন।
আরো অবাক হলাম আলিফ লায়লা নামক মেয়েটি (যে কিনা নিজেকে শেখ হাসিনার নাতি দাবি করলো) ও তার হবু বরের ছাবলামো দেখে। দেখে ঘূনায় শরীর শিউরে উঠেছিলো। তবে এটা দিনের আলোর মতোই স্পষ্ট যে এই দুজনকে নিয়ে যে এই নাটকতা করা হবে তা আগেই ঠিক করা ছিলো। শাহরুক যেভাবে বারবার হাসিনাকে ধন্যবাদ দিচ্ছিলো এবং দর্শক সারিতে শেখ তাপস এর উপস্থিতি তাই প্রমান করে।
আমার এই লেখার উদ্দেশ্য কিন্তু কোন ভাবেই শাহরুককে ছোট করা নয়। ব্যক্তিগতভাবে আমি তার একজন বড় ভক্ত। কিন্তু আজ তাকে যেভাবে পুজা করা হলো তা মোটেও ভালো লাগেনি। তার আগমন এর শুরুতে যখন উপস্থাপক দেবাশিশ বললো মানুষের ৭টা রিলিসম আছে, আর ৮মটি হলো শাহরুকরিসম, তখন বিষ্ময়ে হতবাক হয়ে গেছিলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:০৩