কিছু বুঝে উঠার আগেই জীবনসূর্যের সেই প্রথম বেলায় যেদিন পিতার আদুরে ঘর ছাড়তে হল; হয়তো খুব কেঁদেছিলেন। হয়তো কাঁদার বুঝটুকুও হয়নি সেসময়।
স্বামীর সংসারে এক বর্ণাঢ্য সোনালী অতীত ফেলে এসে জীবন সায়াহ্নে আজ নিজের গড়া ইট-পাথরের দালানে কোনো অজানা-একগুচ্ছ কারনে আজ নিজেই পরাধীন। জীবনচারণ করছেন বড্ড অসহায়রূপে।
তাঁর মুখে ফেলে আসা সোনালী অতীত, বিশ্রান্ত চোঁখের নিচে বর্তমানের একবুক হতাশা।
হয়তো তাই ছেলেবেলায় বেড়ে ওঠা বাড়ির পেছনে দিগন্ত বিস্তৃত জমিনটির দিকে চেয়ে আজ হঠাৎ উদাসী হয়েছেন।
শুভ্র ভোর ৫টা ২১ ।
বাড়ির পাশের মসজিদ হতে ফজরের আজানের ভেসে আসা সুর গমগম করছে কানের কাছে ; ভেঙ্গে দিয়ে যাচ্ছে শেষরাতের চূরান্ত নীরবতা ।
অসুস্থ মা'কে নিয়ে পারমার্থিক ব্যাধিতে ভোগা জাগ্রত ষষ্ট ইন্দ্রীয় ; "এলোমেলো চিন্তার বলি সদ্য গত হওয়া আরেকটি নির্ঘুম মধ্যরাত, কিংবা এই করুন ফজরের ধ্বনির শপথ, ক্ষুদ্র জীবন বিসর্জন দিয়ে হলেও হারানো সেই সোনালী অতীত এবং তাঁর মুখের হাসি ফিরিয়ে দেবো।"
-স্বপ্নের ঘরে মাকে খুঁজে পেয়ে জেগে ওঠা বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন যুবকের শেষ রাতে ঈশ্বরের পানে হাত তুলে অবুঝ ক্রন্দন ।
- হিমুরাজ রিয়াজ, নিকেতন বাজার, ঢাকা
শুভ্র সকাল ৫.২১
১৩ জুলাই ২০১৭
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২