খন্ডকালীন চিত্র!!
অসুখের এই শিক্ষাযাত্রা, পড়ছি আর করছি ঝুঁটা,
কতো গড়লাম সার্টিফিকেট এই, দিন-কে-দিন মাথামোটা।
ক্লাস-ঘুম আর পেটের পূজা, যাচ্ছে জীবন যাচ্ছে বেলা;
এইতো জীবন ঝাক্কাস ভাই, সার্টিফিকেট পেলেই দ্যাখবে খেলা!!
খেলা হল জীবনখানা, পড়লাম তো কতোবেলা;
পড়তে পড়তে জীবনখানা, হয়না তবু "ভাবনা" খোলা।
ও খোলামন যাসনে কোথাও, একটু মনু-ষ্যত্ব শেখা;
সার্টিফিকেটেই ঘুচলো শেখা, নামের আগে ডঃ লেখা।
ডক্টর... বাকিটুকু পড়ুন