দীর্ঘ ৫ টি বছর পর ফিরে আসা। ঠিক ৫ টি বছর আগের সেই কিংকর্তব্যবিমূঢ় আমি-ই। যেন ফিরে গেছি ৫ টি বছর পূর্বের সেই মুহূর্তে। কী অদ্ভুত!!
ঠিক তেমন এক অনিশ্চিত ভ্রমণ!! দু চোখ বন্ধ করলে যেন অদূর ভবিষ্যতের কুণ্ঠিত হাতছানি। যেন সঙ্গে করে বয়ে চলেছি একশত বছরের জমানো দায়িত্ব।
কিন্তু, বড্ড পরিবর্তিত ৫টি বছর। সময়-ফল এবং অদূর ভবিষ্যত ; আশা করি সব কড়ায়গণ্ডায় বুঝিয়ে দেবে। অন্তত এইটুক বুঝে পেতে আমি ভয়ংকর হিসেবি থাকবো।
সকলকে শুভকামনা।
নতুন শুরুর উন্মোত্ততা...
এবার লিখে দেবো ৫টি বছরের জমানো সবকটা শব্দ-বঞ্চনা
( ৫ বছর পুরোনো চট্টগ্রামের নতুন ব্রীজ খ্যাত শাহ আমানত ব্রীজের বুকে দাড়িয়ে সন্ধ্যার চট্টগ্রামকে ফ্রেমে বাঁধার অবাধ্যতাকে তুলে দিলাম ব্লগটির সাথে। খুব হাস্যকর লাগছে নিজের পুরোনো লিখাগুলো। কিন্তু কাটছি না। যন্ত্রণায় কাতর অস্থির চারপাশটায় থাকুক কিছু ফেলে আসা ছেলেমানুষী)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৯