মেয়ে ...
ওই রাতের আকাশটার
দিকে তাঁকিয়ে দেখ ...
তুই কি তার ভাষা বুঝিস ...?
বৃষ্টি শেষে তার আকাশী ভাবটুকু দেখে ,
তুই কি বুঝতে পারিস , সে কাঁদে কেন ...?
হয়ত বুঝিস্ , হয়ত বুঝিস না ....
.
.
এই যে আমার নির্ঘুম রাতের
ভাবনাচারী ....
তুই কি এই আঁধারে নিস্তব্ধতার
মানে বুঝিস .... ?
বুঝিস , কেন এই ঠান্ডা হাওয়ায় ,
চাপা একটি কাঁন্নার আওয়াজ অনন্তকাল
ধরে ভেঁসে আসছে ?
তার কারন কি তুই বুঝতে পারিস ?
হয়ত বুঝিস , হয়ত বুঝিস না ...
.
.
চাঁদের আলোয় আমার কাব্যের এই
যে স্বপ্ননারী ....
চুপ করে আছিস ...
আমার কূলহীন একাকীত্বের
সংগী হতে কি...?
এই গুমোট ভাবনার মানে কি তুই বুঝিস ?
কেন কোন একজন
আজো প্রতিরাতে কেঁদে যায় ..?
কেন কেউ আজো ওই আধাঁরের
মাঝে হারিয়ে যায় ....
তুই কি তার কষ্ট বুঝতে পারিস ,
মেয়ে ...?
না-কি বুঝতে পারিস , না-কি বুঝেও
বুঝিস্ না .....
.
.
___রাত -১২:১৪
৫/১০/২০১৩