রাজপথে অযথাই ছুঁটে চলা ব্যস্ত
জনস্রোত...
রিকশার পেডেলে কিংবা গাড়ির হর্ণ...,
ট্রাফিক সিগন্যাল অথবা জেব্রা ক্রসিং-এ
হেঁটে যাওয়া অবুঝ বালিকা ,
অজানাই থেকে গেল জীবনের গল্পকথা।
.
চোঁখের পাতায় ক্লান্তির ধূসর দাগ,
ঘোরের
মাঝে কেঁটে যাওয়া প্রতিটি মুহুর্ত ,
কারো সময় হলোনা একটিবার নিজের
দিকে ফিরে দেখা...
মনের আয়নায় একটিবার অনুভূতির
পাখিটিকে নীল আকাশে মুক্ত
করে দেয়া....
হয়নি তা.... হয়ে উঠেনি...
.
তারা খুঁজে দেখেনি রোজরাতে কার চাঁপা ক্রন্দন বাতাসের মাঝে ভেসে আসে ....
কার অবুঝ মনে চাঁপা পরা দুঃখগাথা গুলো বুঝে ডাহুক পাখি অবেলায় ডেকে উঠে....
ক্লান্তির ঘোরে কেউ খবর রাখলোনা...
সময় হলোনা তবু....
.
সময় হলোনা তবু কাওকে বলা ..
পুষে রাখা কথাগুলো ,
দিবা-রাত্রি ক্লান্তির ঘুমের ঘোরে
দুঃস্বপ্নের মাঝে যারা হানা দিয়ে গেলো ।
কেউ খেয়াল করেনি আকাশে পাখির ঠিকানাবিহীন ছুঁটে চলা ,
ঝিঝি পাখিদের নৃত্যধ্বনি শুনে দেখার ফুরসত পেল না তারা..
কখনো আকাশ ভরা তারা গুণে দেখা হলোনা ,
কেউ বুঝলোনা প্রেমিক পুরুষের রাজপথে যাযাবর পথিক হবার গল্পগাঁথা...
হয়নি সময় একটিবার ফিরে দেখা ,
যান্ত্রিকতার মাঝে হারিয়েছে তারা ,
হাজারো অনুভূতির স্বপ্ন রোজরাতে আত্মহত্যা করছে...
তবু হয়নি ফিরে দেখা , হয়নি সময় ... হলোনা তা..
.
.
নগরীর শেষ প্রান্তে ,
যেথায় দূর পাহাড়ে সার্থ্বপর সূর্য
অবেলায় বিদায় নেয়...
প্রেমিক যুগলের ভালোবাসার অণুগল্পের
ইতি টেনে ,
একরাশ অনুভূতির কাব্য রচনা করে ।
.
অবুঝ কথা ,
অবুঝ খুঁনসুটি ,
হাতে হাতে রেখে রিকশায় চরে নগরীর
বুকে চষে বেড়ানো,
রাজপথে আবার হেঁটে চলা....
যান্ত্রিক নগরীতে হঠাত্ ভালোবাসার
কানাকানি পরে যাওয়া...
কেউ জানেনি .... কেউ বুঝেনি...
হারিয়ে যাওয়ার ইতিকথা...
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯