বছরখনিক পরেও তোমার বিল্ডিয়ের পাশ হাঁটলেই
১৫ মিনিট আমার রক্তচাপ বেড়ে যায় কয়েকগুন ,
আই বুঝে তোর লগে দেখ্যা হইব আমার,
তুমি চিল্লায়া বলবা" কুত্তারবাচ্চা এহানে আইছছ ক্যা
দুনিয়ায় আর রাস্তা নাই ?
তোমার কাছে হয়ত, আমার জন্যই পুরুষ জাতিই নির্লজ্জ,
আচ্ছা তোমার কতটুকু লজ্জা আছে আমার জন্য রাখা?
তোমার দেয়া শেষ বিশেষণ
আমি পৃথিবীর শ্রেষ্ঠনির্লজ্জ একজন ।
তোমাকে দেখবার জন্য নিলজ্জ হই ...!
প্রেমিকরা নির্লজ্জ হয়...
প্রিয়তমার জন্যে অথবা প্রতিশোধের জন্যে ।
আমাদের হঠাৎ দেখা হওয়াটা দোষের কিছুই নয়
আমি কখনো এটা ইচ্ছা করেই করি ।
তোমার চোখে কাজল নয় চোখের নিচের কালি মাপি...
কতটুকু রাত জাঁগছ ও কতটুকু আমাকে ভাবছ ?।
কতটুকু ব্যস্ততার অভিনয় করছ...।
চৌধরী সাহেব দ্যাখেন, উড়নচন্ডী মানুষগুলো কি গোছালো ...!
এই আমিটা মাঝে মঝে আয়নার সামনে
এই আমাকে দেখে হেঁসে দেই অবলীলায়।
কি সুন্দর সুট পরছি টাই পরছি মিটিং সিটিং করছি
তোমার রিপ্লাইয়ের জন্য তাকিয়ে থাকে চোখদুটো
এখন একজোড়া দায়িক্তবোধের চোখ...!
এই দ্যাখো আমাদের মধ্যে মনে পড়পড়ি এসব কিচ্ছুই নেই ,
চিঠি ,সেলফোন ,ম্যাসেজে আমাদের যোগাযোগ নেই ,
ছেলেমানুষীগুলো কি সুন্দর ভাবেই না পালিয়ে গ্যাছে ।
কিন্তু দেখ কদিন আগেই আমার গ্রাজুয়েশন নিয়ে তোমার মাথাব্যাথার অন্ত ছিল না
কিন্তু আজ দ্যাখো,শেষ কবে আমাদের দেখ্যা হয়েছে
আমাদের কারোরই ঠিক মনে নেই ।
আমরা এখন মাঝেমধ্যেই নিজেদের চিনি না
সবার মাঝে কি সুন্দর করে অচেনা হইয়ে যাই।
বেশ কইয়েকবার নতুন করে পরিচিত হয়েছি
এ গ্রেহের সবচেয়ে পরিচিত মানুষটার সাথে...
আমাদের কতটুকু পরিচইয় বা বাকি আছে?
তা আমার জানা নেই ।
এই ঢাকার কসম মাইরি
এশহরে তোমাকে ভালবেসেছে
ঘুষখোর ট্রাফিকের মতই, মিরপুরের জ্যামের মতই
অবশ্য ,আমাদের হাতে এসব নেই
কিন্তু দিন শেষে রাতের আঁধারে তোমার শরীরের গন্ধ পাই
তীব্র গন্ধ ... অভিমানের গন্ধ, প্রতিহিংসার গন্ধ, হারানোর গন্ধ ..!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯