তোমাকে লিখছি নাহ বহুদিন
তোমাকে আমি লিখছি নাহ,
ধর্মের ডাইনোসরের আগুনে পুড়ছে
আমার দেশ এবং প্রিয়তমেষু।
তোমাকে লিখছি নাহ,
যুদ্ধের বোমা পড়েছে আমার ভাতের থালায়
আধভরা পেট আমার কবিতা গিলেই খাচ্ছে ক্রমশ!
তোমাকে লিখছি নাহ
কারন, মোল্লা পুরুত দখল করেছে
আমার পুর্বপুরুষের রাজপথ!
তোমাকে বহুদিন লিখছি নাহ
কারণ, শহরজুড়ে চেতণার শকুন উড়ছে
তোমাকে গিলে খাবে বলে
তোমাকে বহুদিন লিখছি... বাকিটুকু পড়ুন