(লেখকঃ ফারিদুজ্জামান স্বাধীন)
।
আচ্ছা কেমন আছ তুমি?
ঢাকায় ভীষন ডেঙ্গুর প্রকপ, তোমার কি হয়নি?
জানো আমার ডেঙ্গু হয়েছে
তাতে অবশ্য মোটই চিন্তিত নই আমি
ভাইরাস জ্বর অথিতির মত
৫-৭ দিন থাককেই বিদায় হবে ।
আরো একবার আমার জ্বর হইয়েছিল
তোমার সাথে বৃষ্টিতে ভিজেতে ভিজতে...
প্রচন্ড রকমের ভাইরাস জ্বর
প্রেমের ভাইরাস ঢুকে পড়েছিল এই সাধাসধে শরীরে।
রক্তের প্লাটিলেটের চেয়ে
প্রেমের প্লাটিলেট কয়েকগুন রেড়ে গিয়েছিল এই ছোট্ট শরীরে।
অবশ্য এখনো উত্তর-উত্তর বাড়ছেই
এই জ্বরের মেয়াদ ভে্ছিবেলাম পুরোজীবন।
কাল পড়লাম বিখ্যাত প্রেমিকা তসলিমা নাসরিনের লিভার
নাকি ডেঙ্গু জ্বর খেয়ে ফেলেছে ...!
তোমার দেয়া জ্বর তোহ খেয়েছ আমার পুরো শরীর
মাথা থেকে পা পযন্তু ভীষন ভংকর জ্বর খেয়েছে...!
খেয়েছে আমার মহাপুরুষ হবার সাধনা ।
ডেঙ্গু তোহ শহুরে অসুখ
কিন্তু দেখ আমি আমার মত গ্রামের ছেলেকে
মশাও ভুলে শহুরে মানুষ ভেবে বসেছে ...!
খুব সম্ভত তোমার মতই সামান্য বোকা টাইপের মশা
মাটির মানুষকে শহুরে ভেবে ফেলেছে ।
কদিন পর বৃষ্টির সাথে
ডেঙ্গুর প্রকপ কমবে নিশ্চয়
আজ আবার খা খা রোদ ।
এদেশ কিন্তু মরু হবেনা কখনো ...
খরা চলছে ,বৃষ্টি আসবে বলে।
অনেক বৃষ্টি হবে বন্যাও হতে পারে
সে বন্যায় তুমি হবে স্বজন হারা।
হয়ত আবার জ্বর হবে...!
ভীষন সেই জ্বর ...!
আমি আবারো আক্রান্ত হব সেই জ্বালাময়ী ভাইরাসে।।
কোন মায়াবী চোখ আবার বৃষ্টিতে ভেজাবে
তখন আবার মনে হবে
এই জ্বরের মেয়াদ মনে হয়ত আজীবন।
কি অদ্ভুদ তাই না !!
স্বাভাবিক জ্বর আর স্বাভাবিক প্রেম বার বার আসে
ডেঙ্গু জ্বর মুসলিমদের
বিয়েও মত মাত্র ৪ বার আসে।
.!তএ শরীর থাকুক প্রেম অথবা জ্বরের দখলে ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ২:১৬