আমরা স্বাধীনতা পেয়েছি কি না জানি না,
তবে এই বিজয়ে একটা পতাকা পেয়েছি"
--------------------------বঙ্গবীর কাদের সিদ্দিকী
অবশ্যই এই কথাটা বলার যথেষ্ট কারন আছে..! প্রাপ্তি আর বিরক্তির হিসেব করতে করেতে দেশের যৌবন তোহ শেষ হওয়ার পর্যায়ে মানে ৪৭ বছর কাটিয়ে ফেলেছি।
আমরা সবাই জানি, স্বাধীনতার মানে প্রত্যেকজনের কাছে আলাদা আলাদা।
স্বাভাবিক ভাবেই একটা দেশ সবার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না। প্রশ্ন আসতেই পারে
তাহলে স্বাধীনতা কি..?
স্বাধীনতার ডিফিনেশেন গুটিকয়েক শব্দের মধ্যে আটকে ফেলাটাও এইবারেই বেমানান।
স্বাধীনতা নিয়ে না হয় অন্যদিন বিস্তারিত কথাবলা যাবে। আজ এই বিজয়ে স্মরন করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ।
যারা আমাদের স্বাধীনতা শব্দটার সাথে পরিচয় করে দিয়েছেন। বাংলাদেশ নামক শব্দটা স্বগর্ভে উচ্চারণ করার সুযোগ করে দিয়েছে।
ছবি: খাদিজা লিমা
স্বাধীনতা নিয়ে না হয় অন্যদিন বিস্তারিত কথাবলা যাবে। আজ এই বিজয়ে স্মরন করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ।
যারা আমাদের স্বাধীনতা শব্দটার সাথে পরিচয় করে দিয়েছেন। বাংলাদেশ নামক শব্দটা স্বগর্ভে উচ্চারণ করার সুযোগ করে দিয়েছে।
তবে দিন শেষে সবার অভিযোগ
দেশের প্রতি জাতির প্রতি।
দেশের কাছ থেকে প্রাপ্তির থেকে বিরক্তির পাল্লায় বেশি থাকে।
নিত্যতাই গরিব হওয়ার কারনে,
আমার লোকালবাসে আসা যাওয়া,
এই ধরেনের কথাবার্তা বাসে প্রতিনিয়ত শুনি "এটা বাঙ্গালীদের স্বভাব,দেশটা রসাতলে গেল,এত জ্যাম আর কোথাও নেই" হুম আমরা পারিও বটে।
জ্বী ভাই, আপনি নিশ্চই সুপারম্যান কম কিছু না।
পৃথিবীর সব থেকে অবসবাস যোগ্য শহর এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতি পূর্ন দেশে বসবাসের জন্য আপনাকে এই উপাধীটুকু দেয়ায় যায়।
আচ্ছা এবার বলুন এতবেশি জনসংখ্যার জন্য কে দায়ী? আমাদের পূর্বপুরুষরা ..?
তারা না হয় ভুল করেছে,
আপনিও ভুলের পূনারাবৃত্তি করবেন?
অবশ্যই না..!!!
আমাদের পাল্টাতে হবে।
জ্বী পাল্টাতে হবে আপনাকে আমাকে...!
এটা বীরের দেশ এখানে যুগে যুগে বীরেরা জন্মনেয়,
এদেশ নূরলদ্দীনের, এদেশ প্রতীলতার, এদেশে ক্ষুদিরাম বসুর , এদেশ মাওলানা ভাসানীর, এদেশ হাজী শরিয়তুল্লার, ফজলুল হকের, এদেশ হুসেন সরোয়ারর্দীর, এদেশ মুজিবের, এদেশ জিয়ার, এদেশ প্রত্যেকটা মানুষের, এদেশ সবার। এখানে আপনার মত সুপারম্যানদের জন্ম।
আমরা তাদের কাছ শিখছি কিভাবে পাল্টাতে হয়!
তারা আমাদের একটা স্বাধীন দেশ বা ভূখণ্ড দিয়ে গেছে!
মৌলিক স্বাধীনতাগুলা নিশ্চিত করার দায়িক্ত আমাদের
আসুন প্রতিদিন নিজের জন্য অথবা দেশের জন্য একটা করে ভাল কাজ করি।
দেখুন কি দারুন আত্মতৃপ্তি,
প্রতিদিন বিজয়ের আন্দয় অনুভব করবেন।
চলুন এই স্বাধীন ভূখন্ডকে স্বাধীনতার পূর্নতা দেই।
©ফারিদুজ্জামান স্বাধীন
(ড্যাফোডিল আন্তজাতিক বিশ্ববিদ্যালয়)
Chat conversation end
Type a message...
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫