পার্টঃ১
লেখক
(মোঃ ফারিদুজ্জামান স্বাধীন)
FJ shadin
আরে,
অপেক্ষা তোহ শুধু তোর জন্য,
রাত জেঁগে চাঁদ ছাড়া মেঘলা আকাশটাও তোর জন্যই দেখি,
তখন খুব ইচ্ছে করে জানো,
এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিক আমাকে
কাঁক ভেজা হলেও সমস্যা নেই,
এক-আধটু জ্বর হলেও সমস্যা নেই,
তোর জন্যই তোহ জ্বর, ব্যাপার নাহ।
|
যখন আকাশটা মেঘলা হয়ে
কালো মেঘগুলোর
আনাগোনা বেড়ে যায়,
সাথে বেড়ে যায় আমার নীরব প্রেমটাও,
তখন খুব ইচ্ছে করে
ফোন দিয়ে তোমাকে "এই মেঘলা দি একলা"
গান শানাতে,
তুমি ফোনের ওপার থেকে চুপটি করে শুনবে।
বাধঁভাঙ্গা গিটারের সুর, আর আমার ভাঙ্গাগলাকে পৃথিবীর সেরা সুর হিসাবে আখ্যায়িত করবে, আর আমি গাইতেই থাকব
তুমি তখন অল্প বিরক্তির সুরে বলবে,
"এই একটু থাম করো না, কথা বলি "।
|
অহ,
বেলকুনি পাঁ এলিয়ে দিয়ে,
তোমার সাথে খুনসুটি মেতে উঠতে নাপারলেও,
কিন্তু নিজের অবচেতন মনটা তোমাকে আরো
বেশি কাছে নিয়ে আসে,
তবে,
এই শুন্যতা কখনো,
আমাকে নিকটিনের কাছে ভিড়তে দেয়নি,
নিকোটিনের চেয়ে বড় নেশা তুমি,
তোমার দুই ঠোঁঁট।
এটা অবশ্য সব প্রেমিকের কাছেই এমন মনেহয়, কিন্তু আমারটা একটু আলাদা,
ঠোট ছুঁতে পারিনি ঠিক,
কিন্তু অনুভূতিটা ঠিকই
ছুঁয়েছি।
|
বৈশাখের কাঁলোদিনে
ফাঁকা বারান্দায় কখনো বৃষ্টির ঝাপটা
এসে ভেজায়,
তোমার চেতনায় ডুবে থাকা আমার নিথর শরীর।
আর,
আমার বোঁকা মনটা কখন জানি
আমার অজান্তেই,
ভিজিয়ে দেয় আমার চোঁখদুটি,
বৃষ্টির ফোঁটার সাথে লুকিয়ে যায়, পতিত অশ্রুফোঁটা।
এভাবেই চলতে থাকে অপেক্ষা।
পার্টঃ১
লেখক
(মোঃ ফারিদুজ্জামান স্বাধীন)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৭