ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আছে এমন অমুসলিমরা প্রায়ই কিছু প্রশ্ন করেন। নিম্নে এমন একটি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ডা. জাকির নায়েক এর আলোকে :
প্রশ্ন-১। ইসলাম কি একের চেয়ে অধিক সংখ্যক আল্লাহতে বিশ্বাসী ? কারণ পবিত্র কুরআনে প্রায়ই আল্লাহপাকের বক্তব্যে "আমরা" শব্দটির বহুল প্রচলন প্রদর্শিত হয়।
উত্তর : ইসলাম একটি কঠিন মনোথিস্টিক (শুধুমাত্র একজন আল্লাহতে গভীর বিশ্বাস) ধর্ম। ইসলাম বিশ্বাস করে যে- আল্লাহ তাঁর যোগ্যতায় এক এবং অদ্বিতীয় । কুরআনে রয়েছে - আল্লাহ প্রায়ই নিজেকে "আমরা" শব্দটা দ্বারা উপস্থাপন করেন। কিন্তু ইহা এটা অর্থ প্রকাশ করে না যে, ইসলাম একের অধিক আল্লাহতে বিশ্বাস করে ।
দুই প্রকারের বহুবচন :
অনেক ধরণের ভাষার দুই রকমের বহুবচন রূপ আছে। একটি বহুবচন রূপ উপস্থাপিত হয় যখন কিছু একের অধিক পরিমাণ বুঝালে এবং আরেকটি হলো "শ্রদ্ধা সংক্রান্ত বহুবচন"।
ক. ইংরেজি ভাষায়, ইংল্যান্ডের রাণী তাকে "আমরা" সম্বোধনে উপস্থাপন করেন "আমি" এর পরিবর্তে। একে বলা হয় - ‘royal plural’ বা রাজকীয় বহুবচন।
খ. ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী রাজীব গান্ধী প্রায়ই হিন্দিতে বলতেন - "হাম দেখনা চাহতে হ্যায়" ""We want to see." বা "আমরা দেখতে চাই"। "হাম" মানে হলো আমরা। এবং এটা হলো হিন্দিতে রাজকীয় বহুবচন।
গ. অনুরূপভাবে আরবীতে, যখন আল্লাহ নিজেকে কুরআনে এভাবে উপস্থাপন করেন তখন তিনি প্রায়ই এই আরবি শব্দ "নাহনূ" মানে "আমরা" ব্যবহার করেন। ইহা কখনো সংখ্যা সংক্রান্ত বহুবচন নির্দেশ করে না বরং ইহা শ্রদ্ধা সংক্রান্ত বহুবচন।
একত্ববাদ বা তাওহীদ দ্বীন ইসলামের অন্যতম স্তম্ভ। এক এবং অদ্বিতীয় আল্লাহর একত্ববাদ এবং মৌলিকত্ব অধিকবার কুরআনে বলা হয়েছে।
উদাহরণস্বরূপ "সূরা ইখলাস"-এ বলা হয়েছে :
"বলুন তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়।"
( আল-কুরআন ১১২ : ১ )
আরো প্রশ্নের উত্তর জানতে প্রবেশ করুন :
http://www.irf.net/irf/faqonislam/index.htm