


পাখির চোখে নটরডেম

ভেতরে প্রবেশ করা যাক। ও হ্যা, আইডি কার্ড গলায় আছেতো




শুরুতেই সবার প্রিয় মাতা মেরী

হেরিংটন ভবন থেকে ঘুড়ে আসা যাক




এবার গাঙ্গুলী ভবন





ম্যাথিস হাউস

অডিটরিয়ামে চলেন



খুবতো ঘুরাঘুরি হল, এবার একটু পড়াশুনা করা যাক





গাইডেন্স




রোভার ডেম

টিচার্স রুম

মেকাপ খাইতে মুন চায়





লবন টেস্ট





ম্যাথ ডিপার্টমেন্ট

তেলাপোকা কাটুম না






একটু খাড়ান, পানি খাইয়া লই

এইডা বাদ যাবে কেন




বিজ্ঞানী তৈরির কারখানা

শহীদ মিনার

নামাজের টাইমতো শেষ হইয়া যাইতাছে, তাড়াতাড়ি পইরা লন

যাক, এবার তাইলে খেলন যায়। শুরুতেই বাস্কেটবল


ফুটবল



ভলিবল

আর সবার শেষে সবার প্রিয় ক্যান্টিন যেখানে আমার মত আদর্শ (!) নটরডেমিয়েনরা ক্লাসের চেয়ে বেশি সময় কাটায়




ছবি লোড হইতে হইতে ব্রাউজার হ্যাং হইয়া গেলে লেখক দায়ী থাকবে না



বি: দ্র: সামুর নটরডেম গ্রপের এডমিন যদি এই পোস্ট দেইখা থাকেন তাইলে দয়া কইরা আমারে গ্রুপে হান্দান। ৫-৬ মাস হইয়া গেল আবেদন করছি


