গত কয়েক দিন আগে একটি পোষ্ট দেখেছিলাম এক ব্লাগারের, সেই ব্লাগার তার পোষ্ট লিখেছিলেন,
( এটা ১৯৯০ সালের শৈরচারী জাতীয় পাটির এরশাদ সরকার নয় বা ১৯৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারীর খালেদা জিয়ার সরকার নয়)
ব্যাপারটা অনেক গভীর ভাবে চিন্তা করলাম আর ভাবলাম, আসলেই যর্থাত এবং ১০০% যুক্তি যুক্ত,
১৯৯০ সালে এরশাদের সরকারটি ছিল সম্পূর্ন অবৈধ আর অগণতান্ত্রিক, তার পক্ষে কেউ ছিলনা, শুধু জাতীয় পাটি একক ভাবে ছিল তখন, শেষ পর্যন্ত শৈরচারী এরশাদ সরকারের পদ হতে পদত্যাগ করতে বাধ্য হয়। আওয়ামীলীগ বি্এন,পি সহ আন্দোলনরত সর্বদলীয় সংগ্রাম পরিষদের কাছে।
এর পর ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে বি,এন,পি ক্ষমতায় বসে, তখন মাগুরার একটি সংসদ উপনির্বাচনে প্রমাণিত হয় বি,এন,পির অধীনে কোন জাতীয় নির্বাচন সম্ভব নয়, এই যুক্তি যে ১০০% যর্থাত আর যুক্তিযুক্ত ছিল তার প্রধান আর অন্যতম প্রমাণ হল, বর্তমান বি,এন,পি অন্যতম মিত্র খোদ জামাত শিবির বি,এন,পির বিপক্ষে ছিল, মোট কথা ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারী নির্বানে বি,এন,পির পক্ষে কেউ ছিলনা, বি,এন,পির নেত্রী খালেদা জিয়া বাধ্য হয় ক্ষমতা ছাড়াতে।
বর্তমান সরকার যে ১৯৯১ এর এরশাদ বা ১৯৯৬ সালের ১৫ ফ্রেবুয়ারীর নির্বানের সরকার নয় তার সবচেয়ে বড় প্রমাণ হল।
আওয়ামীলীগ একা নয়, বাংলাদেশে সর্বোচ্চ ৩ য় বৃহত্তম শক্তি ও জনসমর্তিত জাতীয়পাটি আর তার সাথে আছে ১৪ দলীয় জোট।
পক্ষন্তরে বি,এন,পির পক্ষে আচে , রাজাকার পাকিপ্রেমিক নরঘাতক স্বাধীনতা বিরুধী জামাত শিবির ।
বি,এন,পি খেলাটা শুরু করে একটি ঘৃণ্য দল নিয়ে, আমি মনে করি একটি রাজনৈতিক দল রাজনৈতিক মাটে যেই প্রস্তুতি আর খেলোয়াড় নিয়ে খেলা শুরু করতে হয়, বি,এন,পি সেই পর্যাপ্ত প্রস্তুতি , পর্যন্ত জনসমর্তন , পর্যা্প্ত যুক্তি নিযে খেলা শুরু করতে পারেনি,
গত ৫ ই জানুয়ারী হতে বি,এন,পি আবরোধ , হরতার শুরু করে, আজ ফেব্রুয়ারীর ৮ তারিখ, দিন হিসাব করলে আজ ৩৪ দিন হয়ে যায়, কিন্তু বর্তমান সরকারে পতন তো দুরের কথা এখনো পর্যন্ত তারা ঠিক মত নিজেরাই গুছিয়ে উঠতে পারেনি, বা সরকার পতন মত যে প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত করতে হয় তার ধারেকাছেও যেতে পারিনি।
অবরোদের ডাক দিয়ে বি,এন,পি নেতারা ঘরে বাসে থাকা আর কিছু জামাত শিবিরের জঙ্গী সংঘঠনের সদস্যদের নিয়ে পোট্রোল বোমা হামলা করে নিরহ মানুষ পুড়িয়ে মারাছাড়া আর কিছুই নেই।
বি,এন,পির আন্দোলনের খবর নেই কোন আর্ন্তজাতিক মিডায়ায়, কোন আর্ন্তজাতিক সংগঠন বা দেশ এই ব্যাপারে মাথাঘামানোর আগ্রহ দেখায় নি এখনো, কারণ বি,এন,পির আন্দোলনের কোন ভিক্তি বা যু্ক্তিনেই,
এমনিতেই বি,এন,পি ব্যাকফুটে থেকে খেলা শুরু করে, তার উপর দিন দিন ব্যাকফুটে চলে যাচ্ছে এই রকম অবস্থা তার আর কতদিন মোকাবেলা করবে?
৩৪ দিনে সরকার পতনের প্রাথমিক ভিক্তিও রচনা করতে পারেনি, তা হলে সরকার পতন করতেআর কত দিন লাগবে?
মানুষ কি এতই বেকুপ? সাধারণ মানুষ কি কিচুই বুজেনা, এই ভাবে দিনে পর দিন অচল আবস্থা সৃষ্টি করে রাখলে তার ফল উল্টো বি্এন,পির পক্ষে না গিয় আওয়ামীলীগের পক্ষে যাবে।
সামগ্রীক পরিস্থিতি আর বি,এন,পি জামাতের বর্তমান আন্দোলনের পরিপ্রেক্ষিত বিবেচনা করলে দেখা যায়, তারা নিজেরা যেই খেলা শুরু করেছে এটি একটি কঠিন আর শক্ত খেলা বি্এন,পি জন্য, একনিতেই তার ব্যাকফুটে ছিল, এখন আস্তে আস্তে আরো ব্যাকফুটে চলে যাচ্চে।
হ্যাঁ বি,এন,পি একটি সুযোগ ছিল তারা যদি দ্রুত ২/৩ সপ্তাহের মাঝে মানুষ বিরুক্ত হবার আগে সরকার পতন করাতে পারতো, তা হলে বি,এন,পি ফ্রন্টলাইনে আসতো পারতো।