গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিকের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে। ন্যান্সিও সে তার স্বাধীন মত প্রকাশ করেছে তার ফেসবুকে মন্তব্য প্রকাশ করে, এটা তার অধিকার, এতে দোষের কিছু নেই, ন্যান্সির ঐ রাজনৈতিক মন্তব্যের পর ভিবিন্ন ব্লগে ও ফেসবুকে ন্যান্সির পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনার তুফান বয়ে যাচ্ছে, আমি মনে করি পক্ষে বিপক্ষে মানুষের এই সব আলোচনা সমালোচনাও মানুষের স্বাধীন মত প্রকাশের একটি অংশ।
সাম্প্রতিক ন্যান্সির নেত্রকোনার বাসায় পুলিশ তল্লাসী চালায়, এই নিয়ে ন্যান্সি সে একটি সাংবাদিক সম্মেলন করে তার ক্ষুব্ধ প্রতিবাদ জানায়, ন্যান্সির দাবী করেন তার পরিবারের সদস্যের প্রতি পুলিশ খারাপ আচারণ করেছে, ন্যান্সি সে তার ফেসবুকে রাজনৈতিক ষ্টেটাস প্রকাশ করায় তাকে হয়রানি করা হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে ইথ্যাদি।
সবার প্রিয় সুকন্ঠি গায়িকা সে তার সাংবাদিক সম্মেলনে কিছু মুখের বক্তব্য ছাড়া পুলিশ তার বাড়ীতে কোন ক্ষতি করেছে কিনা বা পুলিশ তার পরিবারের কারো সাথে কোন খারাপ আচারণ করেছে কিনা তার কোন তথ্য প্রমাণ হাজির করতে পারেনি, ন্যান্সির মনে রাখা উচিত ছিল বাংলাদেশের আইন অনুসারে পুলিশ যে কোন মুর্হুতে যে কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে, ন্যান্সির উচিত ছিল পুলিশকে সহায়তা করা, কিন্তু ন্যান্সি তা না করে উল্টো পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন যার কোন প্রমাণ তিনি দিতে পারেন নি,
হঠাৎ ন্যান্সির এই রকম উদ্যাত আচরণ দেখে সত্তি অবাক হলাম, ন্যান্সি কেন নিজে নিজে ইচ্ছাকৃত ভাবে আইনশৃঙ্কলা বাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছে।
ন্যান্সির উচিত গানের মঞ্চ ছেড়ে দিয়ে রাজনৈতিক মাঠে আসা,
এই প্রসঙ্গে ন্যান্সিকে বলতে চায় দীর্ঘ্য দিনের পুরানো ও জনপ্রিয় নাট্য আভিনেতা আসাদউজ্জমান নুরকে পুলিশ প্রকাশ্যো রাস্তায় কুকুরের মত লাটি পেটা করেছিল।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২