আমাদের দেশ একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে নিয়ম অনুসারে সবার সমান অধিকার রয়েছে। গণতান্ত্রিক নিয়ম ও আইন অনুসারে যে কেউ যে কোন নির্বাচনে প্রতিদন্ধী করতে পারবে। কিন্তু দেশে নিয়ম ও আইন অনুসারে অনেক গুলো রাজনৈতিক দল ও সংগঠন রয়েছে। দেশের নাগরিগ গন প্রচুর পরিশ্রম করে এক একটি রাজনৈতিক দল গঠন করে,
এখন আমার প্রশ্ন হলো যদি জাতীয় নির্বাচনে যে কোন নাগরিক স্বতন্ত্র প্রার্থী হতে পারলে তা হলে এত কষ্ট করে রাজনৈতিক দল গঠনের দরকার কি?
প্রতিটি রাজনৈতিক দল গুলো জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে হলে তাদের নির্বাচন কমিশন হতে নিবন্ধন নিতে হয়, আয়ব্যায় হিসাব জমা দিতে হয়, দলীয় গঠন তন্ত্র জমা দিতে হয়, দলীয় কার্যালয়ের ঠিকান জমাদিতে হয়।
কিন্তু একজন সাধারণ নাগরিক জাতীয় নির্বাচনে নিজ উদ্যেগে স্বতন্ত্র ভাবে অংশ নিতে চায়লে তাকে রাজনৈতিক দল গুলোর মত এত কষ্ট করতে হয়না।
তাছাড়া এটি একটি জাতীয় নির্বাচন , এই জাতীয় নির্বাচনকে শুধু মাত্র রাজনৈতিক দল গুলোকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দেওয়া উচিত। এমন ভাবে একটি আইন তৈরী করা হোক যেন কেউ বা কোন নাগরিক রাজনৈতিক নিবন্ধন একটি নিদিষ্ট সংখ্যক সমর্তন, দলীয় গঠন তন্ত্র, দলের কার্যালয়ের ঠিকানা, র্মাকা, দলীয় প্রধান নেতাদের নাম ব্যাতিত কেউ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেনা।
নির্বাচনের সময় দেখা যায়, বড় দল গুলো হতে দলীয় মনোনয়ন না পেয়ে নিজে নিজে স্বতন্ত্রী প্রাথী হয়ে নির্বাচনে অংশ নেন, এতে বড় বড় রাজনৈতিক দল গুলো মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়, বিদ্রোহী প্রার্থী হয়ে নিজ দলের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদন্ধীতে অংশ নেন, এতে দেখা যায় বড় দলগুলো অনেক অর্জন, পরিশ্রম সব কিছু ব্যার্থ হয়ে যায় ।
সুতরাং আগামীতে জাতীয় নির্বাচনে যেন কেউ স্বতন্ত্র প্রার্থী হতে না পারে তার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন করা হোক।