হুট করেই আজ দিশেহারা রাজপুত্র'র দুই টাকার নোটের উড়াউড়ি মনে করিয়ে দিলো কতশত সহব্লগারদের। কলমের কালি শেষ আর দিশেহারা রাজপুত্র; এই দুজনকে আমার খুব আপন, ছোটভাই বলে মনে হতো; যা হয়তো তারা নিজেরাও জানে না। ছোটগল্প পড়তে গেলে বা লিখতে গেলে মনে পড়ে যায় মামুন রশিদ ভাইয়ের কথা আমার সবার আগে। কোথায় আছে ছোট্ট করে মিষ্টি একটা মন্তব্য করে যাওয়া ভ্রাতা স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, আদনান শাহ্িরয়ার, প্রবাসী পাঠক, শাহরিয়ার কবীর, ক্যপ্রিসিয়াস আর এহসান সাবির? কোথায় ব্লগার কান্ডারি অথর্ব যে আমায় প্রথম শিখিয়েছিলো সামু ব্লগে পারস্পরিক মিথস্ক্রিয়া, মন্তব্য-প্রতিমন্তব্যের গুরুত্ব। কেমন আছেন মশিকুর ভাই যিনি আমার ছোটগল্প "মনে পড়ে রুবি রায়" পড়ে বলেছিলেন, "আপনার ভেতর লেখক আছে"; তার সেই প্রেরণায় পরবর্তীতে বেশ কিছু ছোটগল্প লেখার অপপ্রয়াস করেছি। ইদানীং দেখি না ব্লগে আমার প্রথম বন্ধু সুমন করকেও। কোথায় তোমরা সবাই। ফিরে আসো আবার, নিজের জমিনে, নিজেদের ভুবনে, সামুর আঙ্গিনায়।
কোথায় আছেন প্রিয় ভাই সচেতনহ্যাপী আপনার কথা প্রায়ই মনে পড়ে ব্লগে আসলেই। খুব মিস করি আপনাকে।
ইমরাজ কবির মুন, অপূর্ণ রায়হান আর গেম চেঞ্জার'দের কারণে কতটা প্রাণচাঞ্চল্য ছিলো আমার দেখা সামু ব্লগ।
এই মুহুর্তে মনে পড়ছে যাদের কথা তাদের মধ্যে অন্যতমঃ প্রোফেসর শঙ্কু, বিদ্রোহী বাঙালি, পাজল্ড ডক, কাবিল, আরণ্যক রাখাল, অগ্নি সারথি, জেন রসি, ঘুড্ডির পাইলট, শতদ্রু একটি নদী..., মৃদুল শ্রাবন, ডরোথী সুমী, লাইলী আরজুমান খানম লায়লা, ফেরদৌসা রুহী, ভ্রমরের ডানা, মাদিহা মৌ, বৃতি, আমি ময়ূরাক্ষী, প্রিয় রিকিমনি, নাসরিন চৌধুরী, অপর্ণা মম্ময় অথবা
রেজওয়ানা আলী তনিমা যার "বিলেতঃ পাখির চোখে দেখা" সিরিজে বুঁদ হয়ে ছিলাম সবাই।
আরজু পনি যার বইমেলা আসলেই একটা স্টিকি পোষ্ট থাকতো সকল ব্লগারদের বইয়ের খোঁজ খবর নিয়ে।
মাঈনউদ্দিন মইনুল ভাইকে খুব মিস করি, উনার মন্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিতে করতো।
রন্তুর সিরিজে একসাথে পথচলা কতজনের কথা মনে পড়ছে, বিশেষ করে ডি মুন, মাহমুদ০০৭ আর প্রবাসী পাঠক কে; সাথে শ্রেষ্ঠা, কম্পমান।
আগের মত দেখিনা এক্টিভ প্রিয় হাসান মাহবুব ভাইকেও। প্রিয় ঢাকাবাসী কি ঢাকায় আছেন? আর আমার প্রিয় জাম ভাই তথা জাফরুল মবীন তো ঘোষণা দিয়েই ব্লগ ছেড়েছেন। উনি আমাকে বলতে বোমা ভাই আর আমি বলতাম উনাকে জাম ভাই।

সেই রকম গল্প লেখার প্রতিভাবান পুঁচকে আলম দীপ্র কথা ছিলো পড়ালেখা গুছিয়ে ব্লগে থাকবে, ভাইয়া তুমি কোথায়?
তানজির খান আপনার কবিতা খুঁজে বেড়াই ব্লগে লগইন করলে।
আচ্ছা কথাকথিকেথিকথন আর কি করি আজ ভেবে না পাই গেলেন কোথায় হুট করে? এক্কেবারে লাপাত্তা।
সারাফাত রাজ আর তুষার কাব্য'র ভ্রমণ গল্প পড়া হয়ে না বহুবছর।
কোথায় আছে সাজিদ ঢাকা,
আবু শাকিল ভাই, হামিদ আহসান ভাই, শামছুল ইসলাম ভাই, এম এম করিম ভাই, মোঃমোজাম হক ভাই, শরীফ মাহমুদ ভূঁইয়া, দীপংকর চন্দ, অন্ধবিন্দু, বঙ্গভূমির রঙ্গমেলায় শাহরিয়ার কবীর, মৈত্রী।
সাদা মনের মানুষ ব্যবসায়িক ব্যস্ততা কমায়া ব্লগে আসেন, মিস করছি আপনাকে।
প্রায়শই মনে পড়ে প্লাবন২০০৩ ভাইয়ের কথা আর তার অকাল প্রয়াত সহধর্মিণীর ইহলোক থেকে প্রস্থানের গল্প।

প্রামানিক ভাইয়ের "প্রথম হইছি, চা দেন..." অনেক মিস করি।
আর কোনদিন পোষ্টে দেখা পাবো না জানি কামরুন নাহার বীথি আপার।
আপডেট চলবে...