হয়তো তখন দুপুর ছিল
হয়তো বিকেল অথবা সন্ধ্যা,
কিন্তু সময়ের ক্লান্তি ছিল না।
ধীরলয়ে ছুঁয়ে যাওয়া জল আর
পায়ের নিচে সরে সরে যাওয়া বালির মতই
অনুভুতিগুলোও শিরায় উপশিরায় পথ খুঁজছিল।
স্থবির তবু প্রাণহীন ছিল না,
বর্নহীন আকাশটাও আর বিবর্ন ছিল না,
আর কিছুই ছিল না
তবু কোন কিছুর কমতিও ছিল না।
ঠোঁট ছুঁয়ে যাওয়া কিছু বাতাস ছিল,
আর ছিল অনেক দূরের কারও মুগ্ধতা।
নাহ্, সে বাতাস আমার কাছে আসে নি
আর তাই এ অসমাপ্ত কথার শেষেও
কোন যতি চিহ্ন নেই
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৫