দুঃখ। মানুষের চির সাথী। সুখের অপর পিঠ বলা হলেও, সুখের বিপরিতে দুখের পরিমানটা কেন জানি আমাদের মনে বেশিই।
কারো অকারণে, কারো কারণে, কারো বা কারণ অকারণ কিছুই জানা নেই। এই অজানা কারণে মন খারাপটাই আমার কাছে কেন জানি খুবি বেশি কষ্টের মনে হয়। আমার কষ্টের কারণটা আমি নিজেই জানিনা? খুবিই আশ্চর্য ব্যাপারটা।
এরকম আমারও হয়ে থাকে সময়ে অসময়ে। চুপটি করে বসে থাকি জানালার পাশে পড়ার টেবিল আকড়ে । দক্ষিনা কোমল হাওয়া এসে আমায় জুড়িয়ে দিতে চায়, মেঘের ও পাশ থেকে বেরিয়ে এসে চাঁদটি আমায় জ্যোৎস্নায় ভরিয়ে দিতে চায়।
কিন্তু মশারা জ্বালাতন করে সে সুখ নিতেই দেয়না আমায়
আজকে জানলাম আরজুপনিপুটির নাকি মন খারাপ। তাই এই ছোট্ট লেখাটি উনাকেই দিলাম।
(আপু তোমার)
দুঃখ সবি উড়ে, দুরে হারিয়ে যাক
সুখ পাখি এসে দিয়ে যাক সুখেরি ডাক
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০২