অজপাড়াগাঁয়ের সহজ সরল ছেলে!
নির্ভেজাল গ্রাম্য প্রকৃতির মাঝেই বেড়ে ওঠা!
জীবিকার তাগিদে শহরের ইট-পাথরের কৃত্রিমতায় বন্দি জীবনে সারাক্ষণই মনটা হাঁসফাঁস করে মাটির টানে ফিরে যাওয়ার, কিন্তু সে সুযোগ পায় না!
বাংলার প্রকৃতি আমাকে সর্বদাই টানে, শুধু টানেই না মাঝেমধ্যে মনে হয় চঞ্চল কিশোরী প্রেমিকার মতই সে পাগল করে দেয়!
তখন আর কিছুই ভালো লাগে না, সবকিছু ফেলে চিরতরে তার বুকে নিজেকে সঁপে দিতে মনটা বড়ই অস্থির- চঞ্চল হয়ে পড়ে!
কখনো সখনো হয়ত বেড়িয়েও পড়ি!
তবে সাধ আর সাধ্যের অসামঞ্জস্যতায় অধিকাংশ ক্ষেত্রেই ইচ্ছেকে অবদমিত হতে হয়!
আর এভাবেই দৈহিক বাস্তবতার কাছে বারবার মনের পরাজয় ঘটে, মৃত্যু হয় ইচ্ছেগুলোর, স্বপ্নগুলোর............!!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯