জীবনে কতটি বসন্ত উপভোগের সুযোগ হয়েছে, কতটি হয়নি, কিংবা জীবনে আদৌ বসন্ত এসেছিল কিনা নাকি শুধুই গ্রীষ্ম-বর্ষা-শীতের প্রতিকূলতার সাথে লড়াই করতে করতেই অলক্ষ্যে জীবন থেকে ৪৪ টি বসন্ত বিদায় নিয়েছে সেই হিসেব কখনো করে দেখার সযোগ হয়নি!
হ্যাঁ, আজ প্রকৃতই আমার জন্মদিন! কাগজে-কলমে নয়!!
শ্রাবণের এমনি এক মেঘাচ্ছন্ন দিনের শেষভাগে গোধুলী লগ্নে আমার কৃষক বাবার ঘরে মাটিতে পাতা খেজুর পাতার বিছানায় প্রথম এই ধুলির ধামে আগমন ঘটেছিল আমার!
সেদিন দরিদ্র কৃষক বাবার ঘর আলোকিত হয়েছিল কিনা, কিংবা সন্তানের মুখ দেখে তাদের মুখ উজ্বল হয়েছিল কিনা, নাকি অনেক সন্তানের ভিড়ে এই সদ্যজাত শিশুর ভবিষ্যত চিন্তায় তাদের মুখও মেঘাচ্ছন্ন হয়েছিল, কপালে চিন্তার রেখা দেখা দিয়েছিল তা জানা না থাকলেও জ্ঞান হবার পর থেকে বাবা-মা-ভাই-বোনসহ-আপনজনদের ভালবেসে আগলে রাখতে চেয়েছি সবসময় যা আজও চলমান...........!
যদিও সকল বন্ধন ছিন্ন করে এরই মাঝে বিদায় নিয়েছেন জীবনের সবচেয়ে মূলবান দুজন- বাবা মা, জীবনে যাদেরকেই প্রয়োজন ছিল সবচেয়ে বেশি।
হ্যাঁ, এখনও ভালবাসি নিজেকে, নিজের পরিবার, আপনজন, দেশ ও দেশের মানুষকে।
তবে ৪৫ তম বর্ষের শুরুতে নিজেকে নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে হয়! ইচ্ছে হয় পিছন ফিরে দেখতে............!
"আবার ভালবাসার সাধ জাগে............!"
অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অন্তহীন ভালবাসা সকলের জন্য।
শুভকামনা সীমাহীন............।
বিশেষ দ্রষ্টব্য: বর্তমানে ব্লগে আমি একবারেই অনিয়মিত, মাঝেমধ্যে উঁকি মারি!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:১২