"মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে!
তুমি আমার, আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে!
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি!
আশা যাওয়া দিবা-রাতি ঘরে বাহিরে
তোমারে পুষিলাম কত আদরে!
তোমার ভাবনা আমি ভাবি নিশিদিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন!
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে!
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি!
কে বলিবে মধুর বুলি বল আমারে
তোমারে পুষিলাম কত আদরে!
মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে!
তুমি আমার, আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে!"
শাহ্ আবদুল করিম এর বিখ্যাত ও জনপ্রিয় একটি আধ্যাত্মিক গান।
এখানে 'মাটির পিঞ্জিরা' ও 'সোনার ময়না' শব্দগুলো রুপক অর্থে ব্যবহার করা হয়েছে।
প্রকৃত অর্থে এই শব্দগুলো দ্বারা নশ্বর মাটির দেহ ও অবিনশ্বর আত্মাকে বুঝানো হয়েছে।
শাহ্ আবদুল করিম বাউল ছিলেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও তার অনেক আধ্যাত্মিক গান রয়েছে।
এছাড়াও তার অসংখ্য লোকগান রয়েছে যা এদেশের সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিফলন!
তাইতো সেসব গান আজও মানুষের মুখে মুখে..............!
উপরের গানটি যারা শুনতে চান তাদের জন্য একটি ইউটিইব লিংক দিলাম।
মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬