
শেষ কবে হেটেঁছো বলো নরোম জোৎস্নায়
বসেছো একটি নদীর পাশে, অকারনে --
হেসেছো কোন রৌদ্রছায়ায় ;
গালে মেখেছো ওই মস্ত শিমুল --
তুলোর মতো কিংবা আশ্বিনের রোদ -
শেষ কবে তুমি বলো আকাশ দেখেছো ?
শেষ কবে লিখেছো চিঠি -- পড়ার টেবিলে
গালে হাত দিয়ে একটি সমস্ত -
রাত কাটিয়েছো একা একা সুমনের গানে ?
ভেবেছো একটি আকাশ কতোজন বুকে নিয়ে -
অথবা কতোটি আকাশ প্রতিদিন ছুয়েঁ যায় কতোজনে ?
শেষ কবে তুমি বলো নগ্ন পায়ে --
মাড়িয়েছো শিশির-ঘাস , ভিজেমাটি-বন ?
শরতে ছুঁয়েছো মেঘ , হেমন্তে বাতাস .......
কেদেঁছো শ্রাবন মেঘে খোলা জানালায় -
চারকোনা ফ্রেমে তবু বন্দী আকাশ ।
শেষ কবে রেখেছো চোখ তুমি নক্ষত্র্রের চোখে ?
তুমি ,
বহুকাল দ্যাখনি সূর্য ... করোনি বিদ্রোহ চিৎকার .... তাই
দুহাতে এনেছি কিছু মুঠোবন্দী রোদ ... আর -
ছড়িয়েছি কৃষ্ণচূড়া দ্যাখ তোমার জানালায় .....
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪১