১. আজকে সকাল থেকে সিলেটে বৃষ্টি । ঘুম ঘুম চোখে জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশ ঘুটঘুটে কালো । দেখে আবার কম্বলের নীচে ঢুকে পড়ি । আজকে ছুটির দিন মনে হতেই মনটা ভালো হয়ে গেলো।
২ . বৃষ্টির গান :
আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেদেছি
অঞ্জন দত্ত
লিংক Click This Link
৩. বৃষ্টি ও বর্ষা নিয়ে পড়া আমার একটা অসাধারন কবিতা
বর্ষা যখন বর্ষা নামায় তোমার চোখেমুখে
সোদাঁমাটির গন্ধ নিয়ে আকাশ কাদে বুকে
আমি তখন মেঘল সুরে গান গেয়ে যাই গান
হাতের মুঠোয় শ্রাবন শিশু সম্মোহিত প্রান
তুমি তখন জানালা খুলে মেঘের রাজ্য ফুড়ে
বৃষ্টি ধোয়া চিল হয়ে যাও , আকাশ খুড়ে খুড়ে --
জোৎস্না খোজ , বিজন পাহাড় লুকিয়ে ফেলে চাদঁ
বাসক বনের হৃদয় পোড়ায় হঠাত আলোর ফাদ ।
জলের রাত্রি উড়িয়ে দিয়ে তোমার বুকে নামে
ভেজা বাতাস , টুকরো করে জমাট অভিমান
আমি তবু মেঘল সুরে গান গেয়ে যাই , গান
আমার গানে ঘুমিয়ে পড়ে নতুন দুর্বাচারা
তোমার ঠোটেঁর ভাজে তখন শ্রাবন জলের ধারা ।
( কবিতাটা পত্রিকায় পড়া , কবির নাম মনে নাই )
৪. আর টাইপ করতে ভাল্লাগতেছেনা । সবাই ভালো থাকেন । টা টা ..
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১১ সকাল ৯:৪৯