
আপনারা যারা নতুন রেজিস্ট্রেশন করে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রথম পাতায় এক্সেস পাবার জন্য তাদের জন্য এই পোস্ট । তাই আজই নেমে পড়ুন কম্পিউটার নিয়ে । ফলো করুন নিচের তরিকা । ফলাফল হবে ডাইরেক্ট অ্যাকশন ,.....
প্রথম ধাপ :
আপনার প্রথম পোস্ট এর শিরোনাম দিন -- িআমি নতুন ব্লগ া্র
ভেতরে লিখুন .... আমি নুতুন ব ্লগার । বাঙলা ভাসায় এতে া সন্দুর ব্লগ াপাবো তা ভাবতে পা রিনি । ্ খুব ভা লো লাগছ ে । আপ ন্ ারা সবাই আমকে দোযাা করবেে ন ।
দ্বিতীয় ধাপ :
এরপর পোস্ট করুন কবিতা । যদি কবিতা লিখতে না পারেন, বা কোনদিন না লিখে থাকেন তাহলেও কোন সমস্যা নাই । যা মনে আসে তাই লিখুন । তবে খেয়াল রাখবেন যেন কবিতার বানানে উল্লেখযোগ্য সংখ্যক ভুল থাকে । যা আপনাকে একজন ইনোসেন্ট নতুন ব্লগার হিসেবে মডুর কাছে পরিচিতি প্রদান করবে ...

উদাহরন >
আবদ্ধ ভালোবাাস া
আমার মনে ছিলনা কোন ছলন া
তবু ভূল করে তুমি চলে গে লে
ব্যথা িদিযে নির্জৃনে
বলো কি ছলি অপরাধ
মনে এখন বাধে বাস া
আবদ্ধ হতাছা ।
তৃতীয় ধাপ :
এরপর পোস্ট করুন সাহায্য প্রার্থনামূলক পোস্ট । যেমন : পোস্টে কিভাবে ছবি যোগ করবো ... বা নিজের নামের বানান যদি রেজিস্ট্রেশনের সময় ভুল করে থাকেন তবে তার কিভাবে ঠিক করবো .... কিংবা পোস্টে কিভাবে লিংক দিবো ,,,... ইত্যাদি । তবে খেয়াল রাখবেন যেনো বেশকিছু বানান ভুল থাকে ।
চতুর্থ ধাপ :
এবার আসেন আসল বিজনেসে । পোস্ট করুন তৈল মর্দন পোস্ট । এবং তা অবশ্যই হতে হবে মডুদের প্রতি অগাধ ভালোবাসার বহি:প্রকাশ । তবে খেয়াল রাখবেন তৈল যেনো সরাসরি না মারা হয় । পোস্টের শিরোনাম দিতে পারেন .... কী যে ভালো লাগছে !!! ( পাশে অনেকগুলি হাসির ইমো )
পোস্ট শুরু হবে এভাবে .... বাংলা ভাষায় এতো সুন্দর একটি ব্লগ পেয়ে কী যে ভালো লাগছে !! আই অ্যাম সো হ্যাপি । আজ মামনিকে এই ব্লগের কথা বলতে মামনি তো ব্লগ দেখার পর আর কম্পিউটার থেকে উঠতেই চায়না । আই অ্যাম সো সো হ্যাপি । মডু ভাইয়াদেরকে অনেক অনেক থ্যাংক্স ।
মনে রাখবেন --- তেল খায়না এমন পাবলিক খুব কমই আছে ।
সতর্কতা :
১. ভুলেও ব্লগ পরিভাষা .... যেমন কগু, জাঝা , নূরা, কেপিটেস্ট, লুল , মাইকেল মেহেদী ইত্যাদি ব্যবহার করবেন না । তাহলে মডুরা আপনাকে পুরান পাপী ভাইবা আজীবন ওয়াচে রাইখা দিবে ।
২. প্রথমে এসেই ১৮+ পোস্ট দেবেন না। মনে রাখবেন একবার মডুর কাছে ইমেজ নস্ট হয়ে গেলে পুরাধরা ।
৩. সকল প্রকার ক্যাচাইল্লা পোস্ট পরিহার করুন ।
৪. ক্রমাগত তৈল মর্দন পোস্ট দেবেন না । মাঝে মাঝে দু একটা কবিতা , গানের লিরিক্স , কিংবা কবে যে প্রথম পাতায় এক্সেস পাবো ( পাশে মন খারাপের ইমো ) টাইপ শিরোনাম দিয়ে পোস্ট দেবেন । তা আপনাকে একজন সাহিত্যমনা আলাভোলা ব্লগার হিসেবে পরিচিতি দেবে ।
৫. এরপরও যদি কাজ না হয় তবে মডুদের পোস্টে যেয়ে ( জানাপু, আরিল , নোটিশবোর্ড , লাভলুদা, কৌশিক ) উনাদের পোস্টের ভূয়সী প্রশংসা করুন । কমেন্ট হিসেবে লিখতে পারেন ----
..>>> সময়োপযোগী পোস্ট ....
>>> অসাধারন লেখা । পড়ে চোখে পানি এসে গেছে .. ++++++
>>> বহুদিন এরকম কবিতা পড়িনি । ইশশশ , আমি যদি এমন করে লিখতে পারতাম ... ( এক চিপায় মন খারাপের ইমো ) তার পাশে ..++++++
ইনশাল্লাহ এতে ১০০% কাজ হয়ে যাবে ।
পরিশেষে হ্যাপি ব্লগিং ..

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১:০২