.
.
.
.
.
.
.
.
আইজকা প্রথম আলোর মধ্যে একটা নিউজ দেখলাম, চীনে নাকি যৌনতা ও প্রেম বিষয়ক একটি সাবজেক্ট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে।

এটি নিঃসন্দেহে একটি মহান উদ্যোগ। এর মাধ্যমে আসা করা যায় পোলাপান নানান ধরণের জিনিসপত্র শিখতে পারবে। চীনে এই বিষয়টি চালু করা হলেও আমাদের দেশ এখনো বহুত পিছায়ে আছে। সরকারের প্রয়োজন বাংলাদেশেও এই সাবজেক্টটা কলেজ লেভেল থেকেই আবশ্যক করে দেয়া। বাংলাদেশে এই সাবজেক্ট পড়ানোর অনেক উপযুক্ত মেধাবী শিক্ষকরাও রয়েছেন। কিন্তু এই দেশে তাদের মূল্যায়ন কই হয়?
ভিখারিন্নেসার পরিমল জয়ধর,

এই জিনিস চালু হইলে যে ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজ বিমুখ হয়ে পড়ে তারা নতুন আশার দেখা পাবে। হাজার কষ্ট হইলেও কলেজ-ভার্সিটি মিস দিবে না। এর সাহায্যে নতুন মেধাবী ছাত্র-ছাত্রী তৈরী হবে। শিক্ষকরা বৈধ ভাবে প্রাকটিকাল পরীক্ষা নিতে পারবে।
এটি চালু হইলে উপকার ছাড়া অপকার কিছুই নাই।
সূত্রঃপ্রথম আলো