হ্যাঁ সত্যিই তাই, আমি তাই মনে করি। আজকাল যেভাবে আশেপাশের মেয়েদের দেখছি তাতে এটা বলাই ভাল। আমরা যারা ভাল ছেলেরা আছি প্রেম বা বিয়ে করার ক্ষেত্রে কোনো ভাল মেয়ে পাই না। তারা সবাই ছোটে খারাপ ছেলেদের পেছনে ঘোরে। আমাদের খালি মুলা দেখাইয়াই ওরা মজা পায়। নাহ প্রেম আর ভালবাসা আমাদের কপালে নাই। আমাদের কপালটা আর ওই খারাপ পোলাগো মতন দশ হাতি না। আমার আসলে কোনো দুঃখ নাই যে আমি প্রেম করতে পারি নাই । শুধু একটাই আফসোস যে ওই সব মাইয়ারা কেন যে ভাল পোলা বাইছা লয় না। ওগো কপাল একদিন পুইরা ছারখার হইয়া যাইবো। হায়রে কপাল। যাই হোক প্রেম মানুষের জীবনের সব কিছু না। এই প্রেম ছাড়াও পৃথিবীতে করার মত অনেক কিছু আছে। তাই নিয়া সময় ব্যয় করলে অনেক কাজে দিবে। বাপ মায়ের অন্ন খাইয়া দুইদিনেই সাধু হইয়া যাইতে ইচ্ছা করে কেমনে আমি বুঝি না। ওরে পোলাপাইন, তোরা এই প্রেমের পিছনে সময় নষ্ট না কইরা তোগো বাপ মায়ের সেবা কর, অনেক কাজে দিবে। বাপ মায়ের মনের আশা পূরণ করলে আল্লাহ অনেক পূণ্য দিবো। এই সহজ কথাটা ক্যান যে আমরা ভুইলা যাই????????
সামনে জীবনটা পইরা রইছে, সেইটা গঠন করার সময়টাতেই আমরা এই ফালতু কামে সময় নষ্ট কইরা ফালাই। প্রবন্ধিক বেকন একটা কতা কইছিলেন, " মহান আর জ্ঞানী ব্যাক্তিরা প্রেম নামক ফালতু কাজে সময় ব্যয় করে নি।" হয়ত কথাটা অন্যভাবে বলেছিলেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যাই হোক প্রেমের প্রতি আমার কোনো ঘৃণা নাই। কিন্তু তাই বলে আমরা এই ব্যপারটায় এতই মগ্ন হয়ে যাই যে আমরা আমাদের বাস্তব জীবনের অনেক দায়িত্ব আর কর্তব্যের সম্পর্কে অজ্ঞাতই থেকে যাই। এটা তো ঠিক না। আমাদের সময়টাকে কাজে লাগিয়ে আমাদের অনেক ভাল কাজে মনোনিবেশ করা উচিত। সেই সবচেয়ে ভাল যে জানে যে কখন কি করতে হবে আর কখন নয়। তাই একটু খেয়াল রাখবেন সবদিকে।
সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আশা করি আমাকে ভুল বুঝবেন না। আমি কথাগুলা কাইকে আঘাত দেবার জন্য বলি নাই। আমি শুধু আমার খারাপ লাগাটা সবার সাথে শেয়ার করলাম।