মনে জায়গা নাইরে আমার মনে জায়গা নাই,
সেই ধনেরে কেমন করে এই খানে লুকাই।।
আন্ধার জমিন আন্ধার কুঠির পাপীর বসবাস,
সেই খানেতে কেমন করে গড়ি তার আবাস,
নোংরা ভুমি কেমন করে হইবে তাহার ঠাই।
অযুত ভাগের ছোট আমার মনের বাড়ি ঘর
সেই কারনে মন মহাজন হইল আমার পর,
নষ্ট মনের সিংহাসনে কেমনে তারে বসাই।
অন্তর নামের বিষ বৃক্ষ বিষের কাঁটায় ভরা
মনে চাইলেও সেই জনেরে যায় না যে হায় ধরা,
বল সখিরে সেই জনেরে কেমন করে পাই।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮