
মন একটি আজব জিনিষ! ইহার কোন আগা-মাথা নেই। কখনও ইহা ভাল, কখনও ইহা খারাপ। যখনই আমি মন নিয়ে চিন্তা করতে যাই, কোন কুল কিনারা পাইনা।
মন যে কি ধরনের পদার্থ ইহা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। ইহা কি কঠিন, তরল না বায়বীয় এটাই এখনো চিন্তার বিষয়।
তাই তোমরা এখন সবাই মন নিয়া চিন্তা কর!




( ইহা একটি মাইনাস খাদকমুলক পোস্ট

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫০