আইজ্কা এক্টা পোস্টে নিচের এই কমেন্টডা দিসিলাম,এইখানে এক্টু পরিবর্ধন কর্লাম
আপ্নের জন্মদিন যহন পালন করেন তহন কি খাতা-কলম নিয়া আগে হিসাব কর্তে বসেন জীবনে কি পাইসেন আর কি পান্নাই অথবা জীবনে কার কি দেওনের কথা ছিল আর কি দেয় নাই অথবা কে কোথায় ঠকাইলো আর কে কোন কথা রাখে নাই? করেন না,সেইডা ভিন্ন প্রেক্ষাপট-ভিন্ন জায়গায়-ভিন্ন সময়ে হিসাব-নিকাশের দাবি রাখে অন্তত জন্মদিনের শুভক্ষণে না। ক্ষনিকের এই আনন্দঘন মুহুর্তে পাওয়া-না পাওয়ার হিসাব না মিলাইলে জীবনের কোনো আমূল পরিবর্তন হৈব না কিন্তু যেইডা হৈব সেইডা হৈল ক্ষনিকের ওই আনন্দডা সবার লগে উপভোগ করা থিকা বঞ্চিত হৈবেন। আবার কহনও যদি এই হিসাব কর্তে গিয়া দেহেন না পাওনের পাল্লাডা ভারী সেইডার মানে এই না যে আপ্নের জন্ম হয় নাই অথবা আপ্নের কোনো অস্তিত্ব নাই।
যারা বুঝনের আশাকরি বুঝ্বেন,আর যাগো এন্টেনায় ধর্বো না...........তারা আর কি কর্বেন বেশি বেশি কৈরা ইসোবগুলের ভুষি খান!

সকলরে বিজয় দিবসের শুভেচ্ছা
সম্ভাব্য প্রতিক্রিয়া:সুশীল অথবা ভাদা উপাধি লাভ!
