সেখানেই কেটে যাবে প্রাগৈতিহাসিক সময় . . . . . . . .
বুক পকেট-১
বুক পকেটে কালো অন্ধকার
জোনাক জ্বলে না অহোরাত্র . . . . . . . .
বুক পকেট-২
. . . . . . . . . . . . . . . . . .
এখানে দু চোখ ভর্তি কামনা
কামনার চোখে রোদ্র জ্বলা দুপুর
বুক পকেট-৩
অজস্র যন্ত্রনার কোলাহল মুখর
এ নান্দনিক শহরে ,
ভালবাসাহীনতায় বেঁচে থাকে বুক পকেট . . . . . . .
বুক পকেট-৪
. . . . . . . . . . . . . . . . বয়ে চলা সময় বয়ে যায় হরেক ঢঙে আর তুমি রয়ে যাও বুক পকেটে।
বুক পকেট-৫
বিবর্ণ বুক পকেটে পড়ে থাকে ক্লান্ত মুঠোফোন
পাতা ঝরা দিনের নিস্তব্ধতা বুক পকেটে। . . . . . . . .
বুক পকেট-৬
. . . . . . . . . . . . . . . .
ফেরা হল না এখনো
বাঁধা হল না স্বপ্নবাসর।
বুক পকেট-৭
.............................................................................................................
আমাদের আয়ু খুব সীমিত
পরিমিত সময়ের শেষ প্রান্তে উপস্তিত
আমরা দু জন .........
শিরোনামহীন-১
মনে করে নিও নীলমনিলতা
অব্যক্ত ভালবাসার শুদ্ধতা,
মনে করে নিও নীলাকাশ
তোমার অপেক্ষায় অবিনাশ।......
শিরোনামহীন-২
............পরিবর্তিত ভালবাসার অচেনা রঙ লুকিয়ে থাকে খুব চেনা ভালবাসার অপরিবর্তিত অনুভূতিতে।...........
শিরোনামহীন-৬
..........ঠিক সে পথ মাড়াও না যে পথে শেষ হয়ে যায় আমার সব ক্লান্তি,অপেক্ষা।যে পথে শান্ত নদী,জল আর হাসনাহেনা।..........
শিরোনামহীন-৭
.............সংগ্রাম শুধু বাস্তবতার সাথে অবদমিত সংগ্রামীর।একটি বিষয় আর অন্যটি অনাকাঙ্ক্ষিত জটিলতা।
শিরোনামহীন-৯

ছবি: ইন্টারনেট থেকে।
লিঙ্ক কাজ না করায় প্রথম মুছে ফেলা পোস্টে ব্লগার শারমিন সোনালী' র একটা মন্তব্য ছিল। উনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।