
বুক পকেট-৬
বুক পকেটে মুঠোফোন, প্রেমিকার মিস কল,
বুক পকেটে অর্থনৈতিক মন্দা আর
প্রেমিকের সলজ্জ হাসি;
বুক পকেটে আর মিস কল জমে না
বাতাসে ভেসে বেড়ায় না ভালবসোর তরঙ্গ মালা
বিবর্ণ বুক পকেটে পড়ে থাকে ক্লান্ত মুঠোফোন

পাতা ঝরা দিনের নিস্তব্ধতা বুক পকেটে।
সেখানে স্নায়ুরা সংগঠিত হয়
উত্তেজিত স্নায়ুরা ফেটে পড়ে উল্লাসে-
আজ বুক পকেটের মুঠোফোনে নতুন মিস কল।


ছবি: ইন্টারনেট থেকে।