দৌড়ে এগিয়ে আছেন শিবির নেতারা
মাগুরা পাকিনিধি: ১৫ এপ্রিল ২০১১
মাগুরার শ্রীপুর থানার টুপিপাড়া গ্রামে নববর্ষ উপলক্ষে ইসলামী ছাগল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার বিকেলে টুনিখালির ঘাটে স্থানীয় একটি সংগঠন এ প্রতিযোগিতা আয়োজন করে।
দৌড়ে অংশ নেয় ইসলামী ছাত্রসংঠনগুলোর অর্ধ শতাধিক নেতা। দৌড়ের তালে তালে উল্লাস-করতালিতে মুখরিত হয়ে ওঠে সংলগ্ন এলাকা। তৈরি হয় অন্যরকম এক উৎসবের আবহ।
প্রতিযোগিতার আয়োজক বলেন ‘বর্তমানে বাংলাদেশের যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী রাজনৈতিক দলগুলোর ভূমিকা অগ্রগণ্য থাকে। বিশ্বকাপ ক্রিকেটে আপনারা এর প্রমান পেয়েছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলা নববর্ষের অনুষ্ঠানে ইসলামী দলগুলোর কোন অংশগ্রহণ দেখা যায়নি। তাই আমরা এবার তাদেরকে সুযোগ দিয়েছি।’
ছাগল দৌড় প্রতিযোগিতায় মাগুরা জেলা শিবির সেক্রেটারি ১ম স্থান, দপ্তর সম্পাদক ২য় স্থান ও সভাপতি ৩য় স্থান অধিকার করে।
১ম স্থান অধিকারী বলেন, “এ এক স্মরনীয় মূহুর্ত। ছাগল নিয়ে দৌড়াতে গিয়ে মনে হয়েছে আমি উটের পিঠে চড়ে আরবের তপ্ত মরুভূমি পাড়ি দিচ্ছি।”
২য় স্থান অধিকারী তার উচ্ছাস প্রকাশ করেন এভাবে, “পাকিস্তানের জাতীয় পশু ছাগল হলেও নাস্তিক সরকারের দেশে ছাগল নিয়ে কোন কালচারাল অনুষ্ঠান হয় না। আমরা প্রমান করেছি, ছাগল এবং শিবির প্রায় সমার্থক শব্দ।”
৩য় স্থান অধিকারী উনার বাবাদের কথা স্মরণ করেন, “অথচ এ আনন্দদায়ক মূহুর্তে আমাদের আব্বা খানকির পোলারা কাছে নেই।” এ বলে তিনি ৩ থেকে ৪ বার কেঁদে দেন।
দৈনিক মগবাজার
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:১০