(কপি পেস্টঃ প্রথম আলো অনলাইন নিউজ)

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানকার পঞ্চায়েতের এক কর্মচারীর কান কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।
দেশটির কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের প্রথম দিনে গতকাল বুধবার হজরত ওমর নামের ওই পঞ্চায়েত কর্মচারী অফিসে অনুপস্থিত ছিলেন। এ কারণে তৃণমূল কর্মীরা তাঁর কান কেটে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
নাম প্রকাশ না করার শর্তে মুর্শিদাবাদ জেলার জালাঙ্গি এলাকায় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ঘটনাটির কথা আমরা শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।’
হজরত ওমর দাবি করেন, ‘আজ সকালে আমি পঞ্চায়েত অফিসে আসি। এ সময় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সেখানে উপস্থিত হয়। গতকাল অফিসে অনুপস্থিতির বিষয়ে তারা আমাকে প্রশ্ন করে। প্রশ্নের উত্তর দেওয়ার আগেই একটি ছুরি নিয়ে তারা আমার ওপর হামলা করে। হামলাকারীরা আমারা বাঁ কানের একটা বড় অংশ কেটে নিয়েছে।’
ওমর বর্তমানে একটি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তিনি জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করবেন।
এ ঘটনায় কংগ্রেস নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে।
কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন অর্থনৈতিক সংস্কার পদক্ষেপের প্রতিবাদে ১১টি শ্রমিক সংগঠন ১০ দফা দাবিতে ভারতজুড়ে ২০ ও ২১ ফেব্রুয়ারি ধর্মঘট পালন করছে।