এই জিনিস আমি নিজের হাতে বানাতে পারব কখনও ভাবি নি।
ল্যাপটপ বললে ভুল হবে বলতে হবে ল্যাপটপের বাপ!!


ভাইয়েরা আমার, আপানারা জানেন আমাদের দেশ বিদ্যুতের দেশ। ঝড় তুফান যায় হোক না কেন বিদ্যুৎ থাকে অক্ষয়।


আমার এক ফুফু বিদেশ থেকে এস বলেছিলেন সে দেশে তিনি ৮ বছরে ৩/8 বারের মত লোডশেডিং দেখেছিলেন। ব্যাপারটা দুঃখজনক।


যেখানে এমেরিকার মত দেশে পর্যন্ত একবার ৪৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে চারদিকে সৃষ্টি হয়েছিল হ্যারি পটারি ওয়েদার সেখানে এই দেশে হাজার বছরেও একবার লোডশেডিং হয় না।








তাই ভাবলাম একটা ল্যাপটপের কথা। বিদ্যুতের এমন অবস্থা দেখলে সব ডেস্কটপ ওয়ালাই এ কথা ভাবে।





তো ভাবতে ভাবতে অনেক বছর পার হল কিন্তু ল্যাপটপ কেনা হল না।
তাই এইবার আর অপেক্ষা না করে নিজেই বানিয়ে ফেললাম সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ল্যাপটপ।
কীভাবে বানালাম??
বলব??
আচ্ছা বলি। আপনারা জানের ল্যাপটপের একটা গুরুত্তপুর্ণ বৈশিষ্ট্য হল বিনা বিদ্যুতে(সরকারি) ছাড়া চার্জের মাধ্যমে চালানোর ক্যাপাবিলিটি।
আমার এই ল্যাপটপকে আমি এই মহান বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছি।

ও আরকটা কথা আমি কিন্তু অনেক্ষন ধরে এই ল্যাপটপ চলাচ্ছি। চার্জ শেষ হচ্ছে না কোন কিছুতে। এখন বিদ্যুৎ এলো মাত্র।
তো ল্যাপটপটা বানানোর জন্য আমি যা করেছি তা হল ফ্যান আর লাইটের সইচের পাশে দুটি ছিদ্র ওয়ালা যে জিনিসটা আছে তাতে লাগিয়ে দিয়েছি আই পি এস এর লাইন।



আর আই পি এস এ লাগিয়ে দিয়েছি চারটা ব্যাটারি (বুঝেন এবার চার্জের দৌর কি হবে


যে জিনিস বানালাম তার জন্য হয়ত আমাকে নোবেল প্রাইজ দেয়া উচিত। তবে দেয়া হবে না, কারণ আমি তো আবার ওদের দালালি টাইপ কিছু.......




দয়া করে আবার কেউ বলবেন না যে এইটা আমি আগে করসি!!

ডেস্কটপের জয় হোক!!!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ সকাল ১০:৫০