আমি চতুরভুজ এবং বজলু মহাজন নামক দুই ব্লগার কতৃক আপলোড করা দুটি ছবির পোস্টের লিঙক দিলাম । যে কোন ডিজিটাল ছবিতে রাইট ক্লিক করে প্রপারটিজে ক্লিক করে সামারি ক্লিক করলে ছবিটি কোন ক্যামেরাই তোলা হয়েছে তা দেখা যাই।
Click This Link
Click This Link
কিছুটা কাকতলিয় ভাবে দেখা যাচ্ছে যে বজলু এবং চতুর কর্তৃক আপলোড করা ছবি দুটি একই ক্যামেরা (canon digital ixus 700) দিয়ে তোলা।(আপলোড করা ইমেজ প্রপারটির ছবিটা দেখুন)
এখন ব্লগের সুশিলরা হয়ত বলবেন দুজন লোকের কাছে কি একই মডেলের ক্যামেরা থাকতেই পারে। হয়ত এইডা কাকতলিয় যে বজলু এবঙ চতুরের ক্যামেরার মডেল এক।
canon digital ixus 700 মডেলের ক্যামেরাটির ৭.১ মেগা পিক্সেলের যার ডিফল্ট রেজুলিউসান হল ১৬০০*১২০০। তবে যে কোনো ডিজিটাল ক্যামেরাতেই ডিফল্ট রেজুলিউসান চেন্জ করে অন্য কোনো রেজুলিউসান ডিফল্ট হিসাবে সেট করা যায় যা আপনারা হয়ত সবাই জানেন।
বজলু এবঙ চতুর ক্যামেরার মডেল এক হওয়াটা যদি কাকতলীয় হয় তাহলে তাদের দ্বারা
পোস্টকৃত ছবি দুটির রেজুলিউসানও এক হওয়াকে কি বলা যেতে পারে? কাকতালের কাকতালীয় কারন ছবি দুটির রেজুলীউসানও এক ৭৬৮*৫৭৬। অর্থাত তারা দুজনেই ডিফল্ট রেজুলিউসান ৭৬৮*৫৭৬ এ সেট করে নিয়েছেন।
কি অদভুত মিল। আমি কিনতু বলছিনা বজলু মহাজন আর চতুরভুজ একই লোক, এই এত মিলের ব্যাপারটাই একতু খটকা লাগলো তাই আপনাদের জানালাম।আর তাছারা তাদের মধ্যে এই কাকতালিয় মিল ছারাও তাদের কথাতেও কেউ কেউ মিল খুজে পেয়েছেন।
আপনাদের কাছে একটি প্রশ্ণ ছবির এই মিলটা কি কাকতালীয় না বজলু এবঙ চতুর আসলে একই লোক ? আপনারা কি বলেন?
p.s আমি জানি হয়ত এই পুস্ট দেবার রেকর্ড টাইমের মদ্যে এই পুস্ট ডিলিট হবে এবঙ চতুর ওরফে বজলু তার ছবির প্রপারটিজ গুলা খুব দ্রুত চেন্জ করে ফেলবে তবুও পোস্টটা করলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩