আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
করমুক্ত এবং কর অব্যাহতির জন্য দাবীকৃত আয়ঃ
করদাতার করমুক্ত এবং কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকলে তা এখানে দেখাতে হবে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের কয়েকটি আইটেম নীচে দেয়া হলোঃ
(১) করদাতা যদি চাকুরীর দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক (perquisite) পান;
(২) পেনশন;
(৩) সরকারী সিকিউরিটিজ হতে প্রাপ্ত সুদ ৫,০০০/- টাকা পর্যন্ত ;
(৪) ডিবেঞ্চার হতে প্রাপ্ত সুদ ২০,০০০/- টাকা পর্যন্ত। তবে সরকারী সিকিউরিটিজ ও ডিবেঞ্চার উভয় খাত হতে প্রাপ্ত সুদ থাকলে, সর্বমোট ২০,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত হবে;
(৫) অংশীদারী ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ;
(৬) গ্রাচুইটি প্রাপ্তি;
(৭) প্রভিডেন্ট ফান্ড (এ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী) থেকে প্রাপ্ত অর্থ;
(৮) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(৯) স্বীকৃত সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(১০) কোম্পানীজ প্রফিট (ওয়ার্কার্স পার্টিসিপেশন) এ্যাক্ট ১৯৬৮ এর আওতায় ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ;
(১১) মিউচুয়্যাল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ (dividend) যা ২৫,০০০/- টাকার বেশী নয়;
(১২) সরকারী নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষণা করেছে;
(১৩) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ী অধিবাসীর দ্বারা এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকান্ডের ফলে প্রাপ্ত আয়;
(১৪) রপ্তানী ব্যবসা হতে প্রাপ্ত আয়ের ৫০%;
(১৫) আয়ের একমাত্র উৎস ’কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয় ৪০,০০০/- টাকা পর্যন্ত;
(১৬) সঞ্চয়পত্রের সুদ ১,৫০,০০০/- টাকার বেশী না হলে।
(১৭) ল্যাপটপ কম্পিউটার ১,০০,০০০/- টাকা পর্যন্ত
(১৮) ডেস্কটপ কম্পিউটার ৫০,০০০/- টাকা পর্যন্ত
(১৯) কম্পিউটার সফ্টওয়ার’ ব্যবসার এবং ITES ব্যাবসা হতে উদ্ভূত আয়
(২০) মৎস্য খামার, গবাদি পশুর খামার, হাঁস-মুরগীর খামার, তুঁত গাছের চাষ, রেশম গুটি পোকা পালনের খামার, ব্যাঙ উৎপাদন খামার, ফুল ও লতা পাতার চাষ, ছত্রাক উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, বীজ উৎপাদন, স্থানীয়ভাবে উৎপাদিত বীজ বিপণন এবং দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার হতে অর্জিত আয়। তবে এ ক্ষেত্রে অর্জিত আয় ১,০০,০০০/- টাকা এর অধিক হলে অর্জিত আয়ের ১০% সরকারী বন্ড ক্রয়ে বিনিয়োগ করতে হবে।
{এস,আরওনং-২০৬-আইন/আয়কর/২০০৫}
(২২) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা {আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৩২{৭};
(২৩) বাংলাদেশের বাইরে উদ্ভুত আয় প্রচলিত আইনের অধীনে বাংলাদেশে আনীত হলে, উক্ত আয় {এস,আরওনং-২১৬আইন/আয়কর/২০০৪};
(২৪) সরকার কর্তৃক অনুমোদিত সঞ্চয়ী পেনশন স্কীম হতে অর্জিত সমুদয় আয় {এস,আরওনং-৮৯-আইন-আয়কর/২০০৩};
(২৫) ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে অর্জিত আয় {এস,আরও নং-১৬০-এল/৮১}
(২৬) হস্তশিল্পজাত পণ্য রপ্তানী হতে উদ্ভূত আয়।
(২৭) তেল গ্যাস উৎপাদনে নিয়োজিত কোন কোম্পানীকৈ সরকার কর্তৃক উহার আয়কর বাবদ অর্থ পরিশোধ করা হলে উক্ত তেল গ্যাস কোম্পানীর আয়।
(২৮) বেসরকারী কৃষি কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়
২৯) দেশের যে কোন সিটি কর্পোরেশন, যে কোন জেলা সদরের পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা ঢাকা জেলার অন্তর্গত যে কোন পৌরসভার আওতাধীন এলাকার বাইরে বাংলাদেশের যে কোন এলাকায় নির্মিত ০১/০৭/২০০৮ হতে ৩০/০৬/২০১৩ তারিখের মধ্যে নির্মিত নূর্নতম ১০ টি ফ্যাট বিশিষ্ট পাঁচতলা বা তদুর্ধ্ব তলার ইমারত হতে আয়;
৩০) ক্ষুদ্র ও মাঝারি শিল্প যার বার্ষিক টর্ণওভারের পরিমাণ ২৪ লক্ষ টাকার বেশী নয় উহার আয়;
৩১) জিরো কুপন বন্ড হতে উদ্ভূত আয়;
৩২) চাকুরীজীবীর যাতায়াত ভাতা বাবদ প্রাপ্ত ২৪,০০০/- (চব্বিশ হাজার ) টাকা পর্যন্ত।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।