আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ এবং গোল্ডেন এসোসিয়েট্স
Income-tax Rules, ১৯৮৪ এর বিভিন্ন বিধি সংশোধন ও সংযোজন সংক্রান্ত
(ক) Rule 17A প্রতিস্থাপনঃ
এসআরও নং ১৮৯- আইন/আয়কর/২০০৯, তারিখ ১ জুলাই ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 53 এর অধীনে আমদানী পর্যায়ে উৎসে আয়কর সংগ্রহের বিধি সম্বলিত Income-tax Rules, 1984 এর Rule 17A প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপিত Rule 17A অনুযায়ী পণ্যসমূহকে H.S.Code এর ক্রমানুসারে সাজানো হয়েছে এবং কিছু পণ্যকে উৎসে কর কর্তন হতে অব্যাহতি প্রদান করা হযেছে। প্রতিস্থাপিত Rule 17A ১ জুলাই ২০০৯ তারিখ থেকে কার্যকর হয়েছে।
(খ) Rule 17I প্রতিস্থাপনঃ
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে জমি বিক্রয়ের বিপরীতে উদ্ভুত মূলধনী মুনাফার উপর প্রদেয় আয়করের হার পরিবর্তনের জন্য Income-tax Rules, 1984এর Rule 17I তে আয়করের হার সংশোধন করা হয়েছে। প্রদেয় আয়করের সংশোধিত হার ও শর্ত নিম্নরুপঃ
সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি বিক্রয়ের ক্ষেত্রে উদ্ভুত মূলধনী মুনাফার উপর বিদ্যমান আয়করের হার (দলিল
মূল্যের ৫%) ৩১ আগস্ট ২০০৯ পর্যন্ত বলবৎ থাকবে। ১ সেপ্টেম্বর ২০০৯ হতে এ হার দলিল মূল্যের ৫% এর পরিবর্তে ২% হবে।
সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাইরে এক ল টাকার উর্ধ্বের অ-কৃষি সম্পত্তির ক্ষেত্রে ৩১ আগস্ট ২০০৯ পর্যন্ত দলিল মূল্যের ৫% হারে এবং ১ সেপ্টেম্বর ২০০৯ হতে দলিল মূল্যের ৫% এর পরিবর্তে ১% হারে পরিশোধ করতে হবে।
(গ) Income-tax Rules, 1984 এ নতুন Rule 25AA সংযোজনঃ
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে নতুন প্রতিস্থাপিত Section 19Aএর অধীনে বিনিয়োগের ঘোষণা ও কর প্রদানের ক্ষেত্রে ঘোষণা প্রদানের ল্েয একটি ফরম প্রণয়ন করা হয়েছে যা জারীকৃত এসআরও নং ১৮৯-আইন/আয়কর/২০০৯, তারিখ ১ জুলাই ২০০৯ এর মাধ্যমে Income-tax Rules, 1984 এ Rule 25AA হিসেবে সংযোজন করা হয়েছে। করদাতাগণ নিম্নে বর্ণিত ফরমের আলোকানুলিপিও ঘোষণার কাজে ব্যবহার করতে পারবেন।
(ঘ) চালানের মাধ্যমে আয়কর জমার সর্বোচ্ছ সীমা বৃদ্ধির ল্েয Rule 26A সংশোধনঃ
এস,আর,ও নং ১৮৯-আইন/আয়কর/২০০৯, তারিখ ১ জুলাই, ২০০৯ খ্রিঃ এর মাধ্যমে Income-tax Rules, 1984 এর Rule 26A এর দ্বিতীয় প্রোভাইসো সংশোধনপূর্বক চালানের মাধ্যমে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয়কর জমার বিদ্যমান বিধান পরিবর্তন করে তা দশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই ২০০৯ থেকে নির্ধারিত চালানের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আয়কর জমা দেয়ার বিধান কার্যকরী হয়েছে।
(ঙ) টিআইএন ইস্যুর ক্ষেত্রে কর প্রদানের বিধান সম্বলিত Rule 64B সংশোধন এবং টিআইএন আবেদন ফরমে নতুন paragraphs 8 এবং 9 সংযোজনঃ
অর্থ আইন, ২০০৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Section 184B সংশোধন করে টিআইএন গ্রহণের ক্ষেত্রে কর পরিশোধের বিধান করা হয়েছে। তদনুযায়ী Income-tax Rules, 1984এর Rule 64B তে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। সংশোধিত Rule 64B অনুযায়ী টিআইএন গ্রহণের ক্ষেত্রে এক হাজার টাকা আয়কর জমা দেয়ার বিধান করা হয়েছে। জমাকৃত আয়করের এ অংক রিটার্নে প্রদর্শিত/ নিরূপিত আয়ের উপর প্রদেয় আয়করের সাথে সমন্বয় করা যাবে। এ ছাড়া টিআইএন আবেদন ফরমে নতুন paragraphs 8এবং 9 সংযোজন করা হয়েছে। Paragraph 8 এ কর পরিশোধের তথ্য যথা- চালান অথবা পে অর্ডার নম্বর ও তারিখ, ব্যাংকের নাম ও শাখা উল্লেখ করতে হবে। Paragraph 9 এ
জাতীয় পরিচয় পত্রের নম্বর সন্নিবেশের বিধান করা হয়েছে।
আয়কর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথা সাধ্য দ্রুত চেষ্টা করব সমাধান দিতে।