বাঙালির ভালো কিছু সহ্য হয়না কেন? মহানগর ২ কত ভালো একটা ওয়েব সিরিজ। বস্তা পঁচা নাটক সিনেমা গুলো দেখে ভদ্র লোক বর্তমান নাটক সিনেমার নাম শোনলেই যেখানে নাক ছিটকাচ্ছে সেখানে - "হাওয়া, পরাণ, মহানগর, শনিবার বিকেলে এগুলো যেন এক একটা স্বস্তির নিঃশ্বাস।
মহানগর ২ এর পরিচালক কোন একসময় সরকারের সমালোচনা করেছিলেন ফেবু স্টাটাসে। তাতেই কি তিনি সরকার বিরোধী বা বিএনপি হয়ে গেলেন? আবার জাসি ছাগুরা কিছু স্কিনশট ছেড়ে প্রমাণ করছে আশফাক নিপুণ শাহবাগে রাজাকার বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করেছেন।
একজন পরিচালক সম্পর্কে বিস্তারিত না জেনে তাঁর কিছু এক্টিভিটিজ এর উপর ভিত্তি করে তাঁকে জোর করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বানিয়ে দেয়ার কি মানে? পৃথিবীর কোন দেশে কি এগুলো আছে? একটা দেখার মতো ভালো মানের ওয়েব সিরিজ আসছে। সবাই মজা করে দেখবে। বিনোদিত হবে। কেন আমাদের দেশের অধিকাংশ মানুষ কারও ভালো কিছু সহ্য করতে পারে না? সবখানে রাজনীতি টানারই বা কি মানে?
কেউ রাজনৈতিক কোন নাটক সিনেমা ওয়েব সিরিজ বানালেই তারে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে ফেলার এমন নোংরা প্রবনতাটাই তো আপত্তিকর। অনেকটা স্বাধীনতায় হস্তক্ষেপ। আমাদের পুলিশ কি ধোয়া তুলশি পাতা? সমাজের বাস্তব চিত্র গুলো থেকেই তো নাটক সিনেমা ওয়েব সিরিজ হয়।
মহানগর - ২ এ সরকারের অব্যবস্থাপনার কিছু চিত্র ফুটে উঠেছে বলে নির্মাতা আশফাক নিপুনকে জোর করে বিএনপি সমর্থক বানানো রেডিকিউলাস।আমাদের কোন নাম করা ব্লগার - যেমন : ব্লগার হাসান মাহবুব, ব্লগার চাঁদগাজী, ব্লগার আহমেদ জি এস সরকারের সমালোচনা করে কোন পোস্ট দিলে বা মন্ত্যব্য করলে উনারা কি বিএনপি সমর্থক হয়ে যাবেন? আর রাজাকার দের বিরুদ্ধে আন্দোলন করতে শাহবাগ গেলেই কি কেউ আওয়ামীলীগ হয়ে যাবে?
এই ঈদে মহানগর -২ দেখুন। এখানে আমার অতিপ্রিয় একজন অভিনয় করছেন, "জাকিয়া বারি মম " এছাড়াও দেখুন "পায়ের ছাপ "। পায়ের ছাপ সম্পর্কে আগেই লিখেছিলাম। সেটিতে মূল চরিত্রে অভিনয় করেছে "মেঘলা মিজান মুক্তা "।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭