বিদ্যানন্দ কি করছে কি করে নাই সে জাজমেন্টে আমি যাবোনা। আমরা কেউ দোষ ভুল ত্রুটি অপারগতা ব্যর্থতা ইত্যাদির ঊর্ধ্বে না।বাংলাদেশের মত একটা দেশে শতভাগ স্বচ্ছতা মেন্টেন করে একটি প্রতিষ্ঠান চালানো অসম্ভব। বিদ্যানন্দ কোন ভুল করছে কিনা জানিনা। যদি ধরে নেই, তারা ভুল করছে বা অন্যায় করছে তারপরও বলব তাদের অতীতের ও বর্তমানের ভালো কাজ গুলো এপ্রিসিয়েট না করা দু:খজনক।
বিদ্যানন্দ নিয়ে দেশের মানুষ যথারীতি ২ ভাগে বিভক্ত। ধর্মান্ধ কাঠমোল্লা গ্রুপ ও অতি প্রগতিশীল গ্রুপ।যেহেতু বিদ্যানন্দ এর প্রধান একজন হিন্দু সুতরাং কাঠমোল্লা ও ছাগুরা স্বভাবতই তাদের বিরোধিতা করবে। কাঠমোল্লা ও ছাগুরা সবসময় তারা নিজেরা ছাড়া সবাইকে পাপী জাহান্নামি নাস্তিক মনে করেছে।
ছাগু ও কাঠমোল্লাদের মতে - ওরা ছাড়া সব ভন্ড প্রতারক। আওলিয়াদের কবর জেয়ারত বেদাত, কিয়াম করা বেদাত মোটমাট তারা যা করে সেগুলো ছাড়া সব ভ্রান্ত, সভ ভন্ড। তারাই ঠিক।
কয়েকদিন আগে ব্লগার হাসান কালবৈশাখী আমার পোস্টে একটা পোস্টে একটা মন্তব্য করেছিলেন। মন্তব্যটি আমার এতো পছন্দ হয়েছে যে পোষ্টে যুক্ত করে দেয়া হলো:
"হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলাম মহান ধর্ম। প্রকৃত ইসলামে পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা কোন সমস্যাই না।
কিন্তু জামাতে ইসলাম তথা বালকায়দা টাইপ পলিটিক্যাল ইসলামে পৃথিবীর সবকিছুতেই সমস্যা,,,
গণতন্ত্র ও প্রচলিত সভ্যতা হারাম
সমাজতন্ত্র, হারাম
জাতীয়তাবাদ, হারাম
কমিউনিজম, হারাম
ক্যাপিটালিজম, হারাম,
প্রচলিত অর্থনীতি, ব্যাঙ্কিং সিষ্টেম হারাম
সেকুলারিজম, হারাম
ভাষা দিবস, হারাম
স্বাধীনতা দিবস, হারাম
বিজয় দিবস, হারাম
সঙ্গিত গান, নাচ, বাদ্যযন্ত্র হারাম
কবিতা, সাহিত্য। কার্টুন হারাম
ফটোগ্রাফি, টিভি, ভিডিও, ফোন সব হারাম
ভাস্কর্য, মুর্তি, চিত্রাঙ্কন, হারাম
নববর্ষ, সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, হারাম
খাবার, হারাম
ভিন্ন ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসব, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশিদের শুভেচ্ছা জানানো, হারাম
নারী, সবটাই হারাম, সবটাই নাপাক। নারীদের শিক্ষা, নারীদের কর্ম, নারীদের পোশাক, চলাচল একা রাস্তায় চলা, ট্রাভেল। হারাম
সর্বক্ষেত্রেই সমস্যা এমন কোন জায়গা নেই যেখানে বালকায়দা জামাতি ভাইদের সমস্যা হয়না।
শুধু সমস্যা নেই নারী সহবতে,
সহবত দ্বারা ইফতার করা সাহারি করা সমস্যা নেই, দাসী সহবতেও সমস্যা নেই, পবিত্র রমজান মাসে ৫০১ নং রুমে নারী নিয়ে ফুর্তি করতেও সমস্যা নাই। "
মহিয়সী নারী তসলিমা নাসরিন বিদ্যানন্দকে তার একটি ফ্ল্যাট ডোনেট করেছেন অফিস করার জন্য। আমাদের ব্লগার নুর আলম হিরণ ভাই সে মহৎ কাজকে এপ্রিসিয়েট করে একটা পোস্ট দিয়েছেন। সেখানে এক তসলিমা বিরোধী মন্তব্য করেছে "চোরে চোরে মাস্তাতো ভাই " তার মানে কি দাঁড়ালো? "তসলিমা" বিদ্যানন্দকে ফ্ল্যাটটি না দিয়ে, শিশু ধর্ষকদের আস্তানা নামে খ্যাত মাদ্রাসা গুলোকে ডোনেট করা উচিৎ ছিল। অথচ তসলিমা কাকে ডোনেট করবেন তা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।
মংগল শোভাযাত্রা নিয়েও ছাগু কাঠমোল্লাদের অভিযোগ এর শেষ নেই।
[পোস্টে অপ্রাসঙ্গিক মন্তব্য ও ব্যাক্তি আক্রমণ করলে কানে ধরে ব্লগের বাইরে রেখে আসা হবে ]
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৪