কুসুম কুসুম তাপ থেকে অগ্নিকল্প
হয়ে উঠেছিলাম আমরা মুক্তিযুদ্ধে -
সেই তাপগতিবিদ্যা
আমাদের শিক্ষা,
রক্তের ভেতর
প্রবহমানধারায়
আমরা এখনো অগ্নিকুণ্ড হয়ে আছি।
দুর্নিবার তেজস্ক্রিয়-প্রতিরোধে
শীতলীকরণ করবার চেষ্ঠা বহুবার ব্যর্থ হয়
নিজেকে পুড়িয়ে তাপ তৈরি করে বাঁচি
অগ্নিপ্রভা হয়ে জন্ম নিই
হিমঘরে কেউ রাখতে পারেনি আমাদের
ঠাণ্ডায় আমরা জমে যাই না!
মুক্তিযুদ্ধের উষ্ণতায় বেঁচে থাকি
কোনো শৈত্যপ্রবাহ কিংবা শীতলতা জমে না
হৃদয়-কন্দরে
হারিয়ে যাইনা তাই অচেনা বন্দরে!