বিভিন্ন ব্রান্ড অথবা কোম্পানী তাদের পরিচিতির সুবিধায় লোগো ব্যবহার করে । এক একটি কোম্পানীর লোগো এক এক রকমের হয়ে থাকে। আপ্নি কি জানেন এই লোগোর একটি নিজস্ব ইতিহাস বা রহস্য আছে ? আসুন জেনে নেই কিছু জনপ্রিয় কোম্পানীর লোগার রহস্য বা ইতিহাস।
হুন্দাইঃ ইংরেজীতে বানান HUYANDAI , লক্ষ্য করে দেখুন এদের লোগোটা দেখতে কোম্পানীর নামের প্রথম অক্ষরের মতো, আবার সেই সাথে দুইজন মানুষ একে অপরের সাথে হ্যান্ডশেক করছে বলেও মনে হবে।
এডিডাসঃ ইংরেজীতে বানান ADIDAS , মুলত এডিডাস এর প্রতিষ্ঠাতা Adolf Dassler এর নামের সংক্ষিপ্ত রুপ ই হচ্ছে এডিডাস। বিভিন্ন সময় এর লোগোতে পরিবির্তন থাকলেও তিনটি স্ট্রাইপ সব সময়ই ছিলো।
এপলঃ ইংরেজীতে বানান Apple, বর্তমানের এপল লোগোর আপেলটির কিছু অংশ কামরে খেয়ে ফেলার মতো রয়েছে। ইংরেজীতে এই কামর মানে Bite আর কম্পিউটারের ক্ষুদ্র একক হলো Byte বানান ভিন্ন হলেও উচ্চারন একই রকম হওয়ায় এই লোগোটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে।
ভায়োঃ ইংরেজীতে বানান VAIO , লোগোটি খেয়াল করুন প্রথম অক্ষর দুটি দিয়ে এনালগ যুগের ওয়েবের কথা বুঝানো হচ্ছে , পরের অক্ষর দুটিকে 1 0 বা ডিজিটাল ওয়েবকে বুঝানো হচ্ছে।
এমাজনঃ ইংরেজীতে বানান AMAZON, খুব সাধারন এই লোগোটিতে লুকানো আছে অনেক কথা , লক্ষ্য করুন নিচের কমলা রং এর তীর চিন্হ দিয়ে স্মাইলি ফেইস বুঝানো হচ্ছে, গ্রাহকের সন্তস্টি। আর তীরটি A থেকে Z পর্জন্ত লম্বা, এর মানে এ টু জেড সবই পাওয়া যায় ।
বাসকিন রবিনঃ ইংরেজীতে বানান BASKIN ROBBINS , লোগোটিতে পিংক কালারের যে অংশটুক অইটা আলাদা করে দেকলে দেখবেন ইংরেজী ৩১ এর মতো দেখায়, এর মানে হলো এখন পর্জন্ত বিশ্বের জনপ্রিয় ৩১ টি ফ্লেবারের আইসক্রিম তারা প্রস্তুত করেছে।
টয়োটাঃ ইংরেজীতে বানান TOYOTA , অনেকে বলে কাউবয়দের হ্যাটের মতো দেখতে আবার অনেকে বলে গাড়ির চাকা বিভিন্ন ভাবে রাখলে লোগোটার মতো লাগে। আসলে এরা এক সময় সুতা প্রস্তুত করতো , সুই এর ভেতরে সুতা ঢুকালে যে আকৃতিটা হয় সেইটাকে গাড়ির যন্ত্রাংশের সাথে মিল রেখে লোগোটা বানানো হয়েছে।
ফর্মুলা ওয়ানঃ ইংরেজীতে বানান Formula 1 সংক্ষেপে F1 , গাড়ি রেসিং এর জনপ্রিয় প্রতিষ্ঠান।,ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে লোগোতে প্রতিষ্ঠানের নামটি বোঝানো হয়েছে। কালো রং এর F এবং লাল রং এর অংশটির মাঝে একটি 1 দেখা যাচ্ছে। আর লাল রং এর অই অংশটি দিয়ে গতী বুঝানো হয়েছে।
বিএমডব্লিউঃ ইংরেজীতে বানান BMWএরা আগে এয়ার এভিয়েশন টেকনোলজি নিয়া কাজ করতো । পরে গাড়ি প্রস্তুকারক। এদের লোগোটা গোল এবং দ্রুত ঘুর্নায়মান কোন বস্তুর আকৃতি, আবার হালকা নীল সাদা দিয়ে এয়ার এভিয়েশন এর পতাকার প্রাক্তন ব্যবসার চিন্হও রেখেছে।
এলজিঃ ইংরেজীতে বানান LG লোগোটি লক্ষ্য করলেই এদের বক্তব্য বুঝা যাবে , মানুষের হাসি মুখ, গ্রাহক সন্তস্টি বুঝাতে লোগোটি এমন করা হয়েছে।
কোকাকোলাঃ ইংরেজীতে বানান COCA COLA , লোগোটির সর্বশেষ OL অক্ষর দুটিকে আলাদা করে দেখুন , ডেনমার্ক এর ফ্লাগ দেখতে পাবেন কাকতালীয় ভাবে এই স্কান্ডেনেভিয়ায় কোকাকোলা বহুল জনপ্রিয় পানীয় । যদিও এর একজন মালিক ফ্রান্ক এম রবিনসন লোগো তৈরীর সময় এই কথা ভাবেনি , তার ধারনা ছিলো দুটো C থাকলে লোগোটি সুন্দর লাগবে এবং মার্কেটিং ভালো হবে ,
আশা করি লেখাটি ভালো লাগবে পাঠকের। লেখার কোন অংশ সঠিক মনে না হলে কমেন্ট এ জানাবেন।
সুত্রঃ
উইকি
গুগল