বইয়ের নামঃ প্রেতসাধক নিশি মিয়া
লেখকঃ রাজীব চৌধুরী
প্রকাশকঃ প্রিয়মুখ প্রকাশণ
প্রচ্ছদঃ আহমেদ ফারুক
বইটির লিখিত মূল্য ১৫০
প্রেত সাধক নিশি মিয়া বইটির উৎস্বর্গ পত্রে যে চারটি লাইন লেখা আছে তা বলার লোভ ছাড়তে পারলাম না বলে সরাসরি তুলে দিচ্ছি পাঠকের সামনে----
“দূর আকাশে তারা হয়ে থাকা বাবা তোমাকে
মাঝে মাঝে ভাবি মিথ্যে করে হলেও তুমি ফিরে আসবে
মধ্যগগনের জোছনা সিক্ত মা তোমাকে
এখনো তোমাকে ছাড়া আমি নিশ্চল।”
বাবা মাকে প্রথম বই উৎস্বর্গ করাটা দারুন অনুভূতির প্রকাস বলেই মনে করি।বইটিতে মোট গল্প আছে সাতটি।ক্রম অনুসারে তাদের নাম-
১.নিশি মিয়া
২.নিশির প্রতিশোধ
৩.ফাঁসির মঞ্চে নিশি মিয়া
৪.খারুর কবলে নিশি মিয়া
৫.অন্ধকারে নিশি মিয়া
৬.রসাতলে নিশি মিয়া
৭.আরাকানে নিশি মিয়া
প্রথম গল্প নিসি মিয়া মূলত নিশি মিয়ার পরিচয় বহনকারি গল্প।এই গল্পের মধ্য দিয়ে লেখক নিশি মিয়াকে পাঠকের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধীরে ধীরে অন্য গল্পে প্রবেশ করেছেন।প্রথম গল্প নিশি মিয়া পড়ে বেশ ভাল লেগেছে বিশেষ করে ফিনিশিং এ যে ঘটনার কথা বর্ণনা করা হয়েছে তা পড়ে গ্রাম বাংলার ভূত,প্রেত সম্পর্কে যা শোনা যায়,যেন তারই প্রতিচ্ছবি বোঝা যায়।
দ্বিতীয় গল্প নিশির প্রতিশোধ গল্পে কিরনবালা ওরফে ঘিন্না বালার সাথে নিশি মিয়ার আদর্শিক সংঘর্ষ দেখা যায়,একসময় নিশি মিয়া ঘিন্না বালার আক্রোসে পড়ে এবং পরিবেশ সম্পূর্ন প্রতিকূলতা থাকার পর ও নিশি মিয়া তা হতে বেড়িয়ে আসতে সক্ষম হয়।এভাবেই গল্প এগিয়ে যায় একের পর এক নিশি মিয়ার জীবনের সংগ্রামের মধ্য দিয়ে।শেষ গল্পে এসে দেখা যায় নিশি মিয়া মহাবিরুর কাছ থেকে জানতে পারে সে কেবলি একজন খেলার পুতুল তার উপাস্য নেতা দেবীর কাছে।এমনি এক চরম সত্য জানার মধ্য দিয়ে নিশি মিয়া গল্পের ইতি টানা হয়েছে।
গল্পগুলি পড়ার পর আমার কাছে মনে হয়েছে সত্যি যদি এমন প্রেত সাধনা করে এমন কিছু শক্তির অধিকারী হওয়া যেত।যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য অবশ্য পাঠ্য এই গল্পের বই খানি।
এবার একটু সমালোচনা করি।গল্পে নিশি মিয়ার উপাস্য “নেতা দেবী” এই নেতা দেবী নামটা আমার কাছে সুখ পাঠ্য মনে হয় নি।নামের ব্যাপারের আরো সচেতনতা আশা করছি।আরেক গল্প ফাঁসির মঞ্চে নিশি মিয়া গল্পে ফাঁসির মঞ্চ থেকে নিশি মিয়াকে তার ই প্রতিপক্ষ খারু ছিনিয়ে নিয়ে আসে যা অনেকের ই মেনে নিতে কষ্ট হবে বলে আমার ধারনা।
সে যাই হোক প্রথম বই হিসাবে দারুন লেখনী বলতেই হবে।প্রেত সাধনা করে কি কি করা যায় কেমন বিপদ আসে বা আসতে পারে সামনে তা জানা যাবে এর প্রতিটি গল্পে।তাহলে আর দেরি কেন?ঘুরে আসুন নিশি মিয়ার হাত ধরে অজানা ভুবন থেকে।