আমি আর খুব বেশী দিন বাঁচব না,নির্মলা
জানতে চাইলেম কী খেতে চাও কবি? শেষ কোন ইচ্ছে
উত্তরে কবি বলেছিল,সিগারেট কে ভীষন মনে পড়ে
আর সুপর্না কেও,বড় বেখেয়ালী সে!
এরপর
কবি মৃদু হাসলো
শেষ সেই হাসিতে লেখা ছিল
কবিদের সুখ আর দুঃখের হাসি সমান্তরাল,একই রুপ
কবি হাসির কত যে মানে
কবি'র দুঃখ কে যে জানে!
মানুষ ফুরায়ে যায়, হারায়ে যায়
কবি বেঁচে থাকে,
টিকে থাকে কোন রমনীর একান্ত,একলা মুহুর্তে
কবি সুপর্নাকে পায়নি,আমায় বাঁধেনি ভালবাসার ছলে
আমার জীবনে এখনো সে বেঁচে, আমার একলা বিকেলে।
ভালবাসা বড় নির্মম,
জীবন গল্পে কবিদের প্রস্থানে সুপর্ণাদের কিছুই হয় না
নির্মলারা কবিকে ভেবে,জীবন গল্পে,সুখের দেখা পায় না।