সামু ব্লগের প্রাণ হলো ব্লগার! অন্যান্য অনেক ব্লগ রয়েছে কিন্তু সেসব বিষয়ভিত্তিক ব্লগের মত , যেমন, মুক্তমনা নাস্তিক, সদালাপ আস্তিক, আমার ব্লগ আওয়ামী সিন্ডিকেট, সোনার বাংলা ছাগু সিন্ডিকেট, সচলায়তন আতেল সিন্ডিকেট, আরো কিছু আছে ৮-১০ জনের ক্লাবের মত । কিন্তু সামুতেই আসল বাংলাদেশের প্রতিচ্ছবি দেখা যায়। যেমন জনসংখ্যার চাপ তেমনই ব্যাপক ইস্যু , আন্তঃকোন্দল!
কিন্তু ব্লগ যেহেতু এখনো ট্র্যাডিশনাল হয়ে উঠেনি তাই ব্লগাররা কিভাবে ব্লগ খুঁজে পেলাম সেটাও বেশ বৈচিত্রময় হবার কথা।
তাই, আসুন আমরা "ব্লগ খুজে পাওয়ার কাহিনী" শেয়ার করি?
আমি কিভাবে পেলাম :
ব্লগের সাথে আমার পরিচয় হয় এক নাস্তিক বন্ধুর সাথে আলাপের বিভিন্ন পর্যায়ে "মুক্তমনা" সাইটের রেফারেন্স পেয়ে, পরে নিজেই ঘটনা কি বুঝতে সেটা খুজে বের করি।
পরে সেখান থেকে কোন এক ক্যাচালের লিংক পেয়ে সামু তে আসি। এখানের ব্লগার সংখ্যা এবং বিষয় বৈচিত্রে মুগ্ধ হয়ে রেজিস্টার করে ফেলি।
কয়েকজন ব্লগারের হিউমোরিয়াস মন্তব্যে দেখেও উৎসাহিত হই। আমার মূলত ইচ্ছা অনলাইন ডায়েরীর মত ব্লগিং করা এবং সেই সাথে বিভিন্ন ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি সবার সাথে শেয়ার করা।
------------------------
সংক্ষেপে এভাবেই সামু ব্লগ খুঁজে পেলাম।
----------------------
আপনার খুঁজে পাওয়ার কাহিনীও শেয়ার করুন। অনেক ইন্টারেস্টিং এবং চমকপ্রদ কাহিনী পাওয়া যাবে বলেই মনে হয়। ব্লগারদের ইন্টারএ্যাকশনও হোক।
অগ্রীম ধন্যবাদ