গতবছর ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষ্যে একটা পোষ্ট দিয়েছিলাম, একলাইনের এই পোষ্টের কন্টেন্ট ছিল -
উপলক্ষ্য করে আজ যাদের ভালবাসার শুরু তাদের ভালবাসায় ঠাডা পড়ুক আর যাদের ব্রেকআপ হবে তাদের জীবনে আরও ভাল কেউ আসুক এই কামনা করছি...!!!
মাত্র ১ লাইনের এই পোষ্ট অনেকেই পড়েছেন, তাদের মূল্যবান মতামত জানিয়েছেন যাদের বেশিরভাগই ছিল পোষ্টের পক্ষে। ২-১ জন ছিলেন ব্যাতিক্রম। তাদের কাছ থেকে পাওয়া তীর্যক মন্তব্যগুলো ছিল অনেক মজার। আমিও সাধ্যমত আমার উত্তর দেয়ার চেষ্টা করেছি।
ভ্যালেন্টাইন'স ডে'র ইতিহাস সবাই কমবেশি জানেন, নতুন করে জানানোর কিছু নাই। কেউ কি বলতে পারবেন এটা কোনদিক দিয়ে মুসলিম অথবা বাংগালী সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত...??? এইমাস বাংগালীদের জন্য একইসাথে গূরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটা মাস। অথচ আমরা কি করছি...!!! কখনও ভেবে দেখেছেন ?!?
এইবার একটা ছোট কাহিনী বলে পোষ্টের মূল বক্তব্য শেষ করি-
অনেকদিন আগের এক ভ্যালেন্টাইন'স ডে'র কথা, আমি তখন ভার্সিটিতে ক্লাস শুরুর অপেক্ষায় অলস দিন কাটাচ্ছি। এমনই এক সময় বাইরে বের হওয়ার প্রয়োজন পড়ল, বাইরে যেয়ে স্বাভাবিক ভাবেই যা দেখার কথা তাই দেখলাম। এইসব দৃশ্য অবলোকন করতে করতেই চোখে পড়ল একটা মেয়েকে। খুব সাজগোজ করে দাড়িয়ে কারও জন্য হয়ত অপেক্ষা করছে। হাতে একটা ফুলের তোড়া, চেহারায় কেমন কান্না-কান্না ভাব। আমি বেশ কিছুক্ষন ধরেই লক্ষ্য করছিলাম মেয়েটাকে। কিছুক্ষন পর তাকিয়ে দেখি মেয়েটা আর নাই। মেয়েটার হাতের ফুলের তোড়া মাটিতে পড়ে আছে।
ভ্যালেন্টাইন'স ডে তে অনেকে বের হয় মজা করতে, অনেকে বের হয় মজা দেখতে, কিন্তু যাদের এই অবস্থা হয় তাদের খবর কয়জন রাখে ??? যাই হোক, কিছু কথা বলা আবশ্যক বলেই মনে করছি। তা হল- অনেক মেয়ের সাথেই আমার সম্পর্ক হয়েছে। সবার সাথেই সম্পর্কটা না বন্ধুত্ব ,না ভালবাসা টাইপ। এবং সম্পর্কের সময়কাল ৬-৭ মাস সর্বোচ্চ, এর বেশি না।
আমার কখনও কোন মেয়ের সাথে অ্যাফেয়ার ধরনের কিছু ছিল না, আমি কাউকে কোনদিন প্রোপোজালও দেই নাই(সামনে অবশ্য দেয়ার সম্ভাবনা আছে)। দু:খজনক হলেও সত্যি যে একটা মেয়ে আমাকে প্রোপোজ করেছিল, এটা ছিল একটা এসএমএস যার পুরোটা পড়ে আমি বুঝি নাই, তবে শেষে লেখা ছিল আই লাভ ইউ, পরে ঐ মেয়েকে আস্ক করলে ও বলে এইটা ওর এক মেয়ে ফ্রেন্ডকে পাঠাতে যেয়ে আমাকে পাঠিয়েছে।
যাই হোক, যারা এইসব করার তারা করবেই। তারা যেমন করবে তেমনটাই ফল পাবে। আর এই বছরের ফেব্রুয়ারী তো অনেক গূরুত্বপূর্ণ। তবে জানি না তথাকথিত কপোত-কপোতীরা আদৌ এইগুলো নিয়ে মাথা ঘামায় কিনা। যাই হোক, সবাই ভাল থাকবেন। আর ভালবাসা দিবস উপলক্ষ্যে একটা লেখা শেয়ার না করে থাকতে পারলাম না। সবাই পড়ে দেখবেন এবং আশা করি অনেক ভাল থাকবেন।
ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯